Icche Putul: ঘুরে গেল গল্প! ময়ূরীর চক্রান্ত হাতেনাতে ধরল মেঘ, প্রকাশ্যে জমজমাট পর্ব
প্রতিটি পর্বে দর্শকদের জন্য থাকছে নিত্য নতুন চমক।

Icche Putul: বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িংরুম সর্বত্রই জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে চর্চা শোনা যাচ্ছে। প্রতিটি পর্বে দর্শকদের জন্য থাকছে নিত্য নতুন চমক। যার কারণে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা।
নিত্য দর্শকরা সকলেই জানেন ময়ূরীর কথা শুনে রূপকে বিয়ে করার ফল হাতেনাতে পাচ্ছে গিনি। প্রতিনিয়ত নিজের স্বামী ও শাশুড়ির দ্বারা অত্যাচারের শিকার হতে হচ্ছে তাকে। সে বুঝতে পারছে মেঘের কথা না শুনে সে অনেক বড় ভুল করেছে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে গিনি রূপেদের বাড়ির কাজের লোকের থেকে তার ফোন চেয়ে মেঘকে ফোন করতে গেলে দেখতে পেয়ে যান শালিনী দেবী। গিনি নিজের বাড়িতে ফোন করছে বললেও কোনো কথাই সে শোনে না। শালিনী দেবী বুঝতে পারে যিনি মেঘকেই ফোন করছিল। গিনি শালিনী দেবীকে জানায় মেঘের কথা না শুনে সে ভুল করেছে। রূপের মতো দুশ্চরিত্র লম্পট ছেলে আর একটাও হয় না। এই কথা শুনেই গিনির গালে থাপ্পর মারে শালীনি দেবী।
অন্যদিকে দেখা যায় ময়ূরীর দেওয়া তথেই খবরের কাগজে মেঘ ও জিষ্ণুকে নিয়ে উল্টোপ্লাটা কথা লেখা হয়। যা ইচ্ছা করে অনিন্দ্যবাবুর সামনে পড়ে শোনায় ময়ূরী। বুঝতে পারেনা, কেন খবরের কাগজের লোকরা এইভাবে মেঘের নামে বদনাম রটাচ্ছে। মেঘও কিছু না জেনে চুপ করে দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে মধুমিতা দেবী এসে অনিন্দ্য বাবু কে বলে এই কারণে সে জিষ্ণুর সঙ্গে মেলামেশা বন্ধ করতে বলেছিল মেঘের। কিন্তু অনিন্দ্য বাবু জানায় তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তাই জিষ্ণুর সঙ্গে মেলামেশা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না মেঘের। অন্যদিকে মীনাক্ষী দেবী খবরের কাগজে লেখা পড়ে বলতে থাকে মেঘ নীলের জীবন থেকে চলে যাওয়ায় সে শান্তি পেয়েছে। যদিও তার কথা সমর্থন করেনা নীলের বাবা, কাকা ও ঠাম্মি। বরং মীনাক্ষী দেবীর কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট হন নীলের বাবা।
এরপরই দেখা যায় মেঘ বুঝতে পারে এইসবই ময়ূরীর কারসাজি। সে ময়ূরীকে বলে জিষ্ণুর সঙ্গে তার সম্পর্কের কথা তারা মিডিয়া হাউজ জানলো কি করে বরং ওই মিডিয়া হাউসে কর্মরত ইন্দিরা বলে একটি মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক তার। এই কথা শুনেই ময়ূরী মেয়েকে বলে সে কোনোভাবেই এইসবের সঙ্গে জড়িত নয় এবং ইন্দিরাকে সে কোনো খবরই দেয়নি। অনিন্দ্য বাবু ময়ূরীকে বলে মেঘ একবারও তাকে বলেনি সেই খবরটা দিয়েছে। এরপরই অনিন্দ্যবাবু মেঘকে বলে মিডিয়া হাউজটির বিরুদ্ধে সে কোর্টে গিয়ে মানহানির মামলা করবে। যা শুনে বেশ ঘাবড়ে যায় ময়ূরী। সে ভাবে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলে তারই সমস্যা।
এইসবের মাঝে তাদের বাড়িতে আসে জিষ্ণু। জিষ্ণুকে দেখেই ময়ূরী তার ঘাড়ে দোষ চাপিয়ে দিতে চায়। কিন্তু মেঘ ময়ূরীর একটা কথাও বিশ্বাস না করে জানিয়ে দেয় এই কাজটা সেই করেছে তাই কোনো নাটক যেন সে আর না করে। তবে কি এইবার ময়ূরীর মুখোশটা সবার সামনে খুলে দেবে মেঘ? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল (Icche Putul)।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি