বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: ধামাকাদার এপিসোড! ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে নীলের জীবনে ফিরে গেল মেঘ

ইদানিং ধারাবাহিকটির প্রতি পর্বেই দর্শকদের জন্য নিত্য নতুন চমক।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। ইদানিং ধারাবাহিকটির প্রতি পর্বেই দর্শকদের জন্য নিত্য নতুন চমক। যার কারণে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা। ইতিমধ্যে টিআরপি তালিকাতেও ভালো জায়গা করে নিয়েছে এই সিরিয়ালটি।

Icche Putul Zee Bangla

নিয়মিত দর্শকরা সকলেই জানেন মেঘ নিজের বুদ্ধিতে গিনিকে স্যানাল বাড়ি থেকে উদ্ধার করে এনে রূপ ও ময়ূরীর পর্দা ফাঁস করেছে। সকলেই ময়ূরীর চক্রান্ত বেশ ভালোই বুঝতে পেরেছে। নিজেদের ভুল বুঝতে পারার পরই মেঘকে গাঙ্গুলী পরিবারে সসম্মানে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন মীনাক্ষী দেবী সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। গিনি সকলকে জানিয়েছে মেঘকে যেভাবেই হোক গাঙ্গুলী বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। মীনাক্ষী দেবী মেঘকে নানাভাবে বারবার ফিরে আসার কথা বললেও সে জানিয়ে দেয় তারা দিনের পর দিন একজনকে মানসিক অত্যাচার করেছে এবং ভবিষ্যতেও এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।

Advertisements

Icche Putul

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে মেঘকে আরও বিষিয়ে তুলছে ময়ূরী। নীল ও তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে সে নীলের বিরুদ্ধে মেঘকে উস্কে দেয়। নীলের সঙ্গে ময়ূরীর এই ভিডিও দেখে জল আসে মেঘের চোখে। নীলের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলি ভেসে ওঠে তার চোখের সামনে। এদিকে নীলও মিস করতে থাকে মেঘকে।

Advertisements

গল্পে নতুন টুইস্ট! সবাইকে চমকে দিয়ে গিনির সারা জীবনের দায়িত্ব নিল জিষ্ণু, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul New Episode

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব। যেখানে দেখা যাবে নীল ও মেঘের ডিভোর্সের ডেট ঠিক হয়ে গিয়েছে। ডিভোর্সের আগের দিন রাতে দুজনেই এক অপরের কথা ভাবতে থাকে। মেঘ সিদ্ধান্ত নেয় সে নীলের কাছে ফিরে আসবে। এরপর দেখা যায় কোর্টে পৌঁছে ডিভোর্স পেপারে সাইন না করে নীলকে জড়িয়ে ধরে মেঘ। যদিও এই ভিডিওটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। যদি সত্যি এমন ভাবে সব ভুলে এক হয় নীল ও মেঘ তবে কেমন লাগবে দর্শকদের!

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles