বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: দুর্ধর্ষ এপিসোড! শেষ পর্যন্ত নীলের কারণে ডিভোর্স আটকে গেল মেঘ ও নীলের

জি বাংলার (Zee Bangla) একটি চর্চিত ও জনপ্রিয় ধারাবাহিক হলো 'ইচ্ছে পুতুল (Icche Putul)'।

Advertisements

Icche Putul: জি বাংলার (Zee Bangla) একটি চর্চিত ও জনপ্রিয় ধারাবাহিক হলো ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। যত দিন এগোচ্ছে ততই এই ধারাবাহিকের জনপ্রিয়তা বর্ধিত হচ্ছে দর্শকমহলে। সেই সঙ্গে গল্পের নায়িকা মেঘের অভিনয় আলাদা ভাবে নজর কেড়েছে দর্শকদের। গল্পের শুরুতে সব অন্যায় মুখ বুঝে সহ্য করে নেওয়ায় বেশ সমালোচনার শিকার হতে হয়েছিল মেঘের চরিত্রটিকে। তবে বর্তমানে তার প্রতিবাদী চরিত্র বেশ পছন্দ করেছেন দর্শকবৃন্দ।

Icche Putul

Advertisements

Icche Putul Zee Bangla

ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন মেঘের সঙ্গে যাতে ডিভোর্স না হয় সেই কারণে মেঘকে মিথ্যা কথা বলে গাঙ্গুলী বাড়িতে নিয়ে আসে নীল। তবে তার এহেন আচরণ পছন্দ করেনি মেঘ। গাঙ্গুলী বাড়ির সকলে তাকে ভালোবেসে আবার কাছে টেনে নিতে চাইলে এক বছরের কথা তাদের মনে করিয়ে দিয়ে মেঘ জানিয়ে দেয় সে কতটা কষ্ট ও অপমান সহ্য করেছিল। নীল সহ গাঙ্গুলী পরিবারের সকলকেই সে ‘ ‘হিপোক্রেট’ বলে সম্বোধন করে।

জমজমাট এপিসোড! পুলিশের কাছে গিয়ে পরাগ ও পলাশকেই দোষী সাব্যস্ত করল বিপাশা

Advertisements

Icche Putul New Episode

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে গাঙ্গুলী বাড়ি থেকে মেঘ কোর্টের উদ্দেশ্যে রওনা হতে গেলে নীল টাকে জানিয়ে দেয় সে আজ কোর্টে যাবে না এবং ডিভোর্সের পিটিশন সে তুলে নেবে। মেঘ তাকে জানিয়ে দেয় সে যদি ডিভোর্স না দেয় তবে সে কেস করতে বাধ্য হবে। যা শুনে মীনাক্ষী দেবী আবারও সব ভুলে তাকে নতুন করে জীবন শুরু করতে বলেন। তবে মেঘ তার নিজের সিদ্ধান্তে অনর থেকে গাঙ্গুলি বাড়ি থেকে চলে যায়। কোর্টে গিয়ে নীলের জন্য অপেক্ষা করতে থাকলেও নীল আসেনা। অন্যদিকে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় ডিভোর্স আটকে যায় নীল ও মেঘের। সত্যিই কী নীলকে ডিভোর্স দেবে মেঘ! নাকি সবটা ভুলে আবার নতুন করে জীবন শুরু করবে তার সঙ্গে! কোন দিকে মোড় নিতে চলেছে ধারাবাহিকের গল্প! জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles