Icche Putul: দুর্ধর্ষ এপিসোড! রূপকে খুন করে মেঘকে ফাঁসিয়ে দিল ময়ূরী
ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ । ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকটি। প্রত্যেক পর্বেই থাকছে টানটান উত্তেজনা। যার প্রতিফলন দেখা যাচ্ছে টিআরপিতে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, গিনি ও রূপের কেস কোর্টে ওঠায় গিনির পাশে দাঁড়িয়েছে মেঘ। কিন্তু তদন্ত সম্পূর্ণ না হওয়ায় কোর্টের নির্দেশে ছাড়া পায় রূপ। এরপরই সে মেঘের ক্ষতি করতে আবারও উদ্যোগী হয়ে উঠেছে। মেঘকে ফোন করে হুমকি পর্যন্ত দেয় সে। শেষ পর্বে দেখা গিয়েছে মেঘের ক্ষতি করতে আবারও ময়ূরীর সঙ্গে হাত মিলিয়েছে রূপ। রূপকে নিয়ে যথেষ্ট বিব্রত হয়ে রয়েছেন মেঘের মা ও বাবা।
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব যেখানে দেখা যাবে মেঘের ঘরে রূপকে ঢুকিয়ে তাকে মেরে ফেলে ময়ূরী এবং রূপকে মেরে ফেলার দায় বর্তায় মেঘের উপর। মেঘকে ধরে নিয়ে যায় পুলিশ। মেঘের কিছু বলার আগেই ময়ূরী মিডিয়ার কাছে বলে দেয় রূপ মেঘকে শেষ করতে তাদের বাড়িতে এলে মেঘ নিজেকে বাঁচাতে তাকে মেরে ফেলেছে করেছে। যদিও ময়ূরীর বলা কথা বিশ্বাস করে না নীলের পরিবার এমনকি মেঘের বাবা-মাও। নিজের পথের কাঁটা সরাতে পেরে খুশি হয় ময়ূরী।
চাঞ্চল্যকর এপিসোড! মেঘকে মেরে ফেলতে রূপের সঙ্গে হাত মেলালো ময়ূরী
যদিও এমন কোনো ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। তবে কী এইবার রূপকে মেরে ফেলার দায়ে জেল খাটবে মেঘ নাকি নীল সত্যি কথাটা বের করে বাঁচিয়ে নেবে মেঘকে ! কোন দিকে মোর নিতে চলেছে ধারাবাহিকের গল্প জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি