বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: জমজমাট পর্ব! ঠাম্মির ইচ্ছায় আবারও এক হলো নীল ও মেঘ

প্রতিদিন ধামাকাদার পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকটি।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। প্রতিদিন ধামাকাদার পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে এই ধারাবাহিক। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই মেগা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই মেগার জনপ্রিয়তা তুঙ্গে। নিত্য দর্শকরা সকলেই জানেন ময়ূরী ও রূপের আসল চেহারা সামনে আসার পর থেকেই মেঘকে আপন করে নিতে চাইছে নীল সহ গোটা গাঙ্গুলী পরিবার। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় রয়েছে মেঘ।

Icche Putul Zee Bangla

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হইয়া পর্বে দেখা গিয়েছে রূপ ও গিনির কোর্ট কেসে উঠলে গিনির পাশে দাঁড়িয়েছে মেঘ। কিন্তু কোর্টের নির্দেশে ছাড়া পেয়েছে লম্পট রূপ। আর তারপরই মেঘের ক্ষতি করতে সে তৎপর হয়ে উঠেছে। এইসবের মাঝেই নীলের পাড়ার দুর্গা পূজার অনুষ্ঠানে গান গাইতে আসবে মেঘ। যা শুনে খুবই খুশি গাঙ্গুলী পরিবার। মেঘের সঙ্গে দেখা করতে উৎসুক হয়ে আছেন ঠাম্মিও। এদিকে ময়ূরীর সঙ্গে হাত মিলিয়ে মেঘকে ভয় দেখাতে তার ঘরে ঢোকে রূপ। মেঘের সঙ্গে এক প্রকার অসভ্যতা করে সে। কিন্তু সকলে আসার আগেই ময়ূরীর সাহায্য নিয়ে বাড়ি থেকে সে বেরিয়ে যায়। এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে যায় মেঘ।

Advertisements

Icche Putul New Episode

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে ঠাম্মি বেশ অসুস্থ। তাকে পূজা মন্ডপে নিয়ে আসে নীল ও লাল। মন্ডপে এসে খানিকক্ষণ বসার পরই অস্বস্তি বোধ করে সে। ঠাম্মিকে বাড়িতে নিয়ে আসার পর প্রেসার মেপে মীনাক্ষী দেবী জানান তার প্রেসার ওঠানামা করছে এবং এই অবস্থায় তার আর মন্ডপে যাওয়া ঠিক হবে না।

Advertisements

Icche Putul

কিন্তু সন্ধ্যাবেলা মেঘ গান গাইতে আসবে। কিন্তু সন্ধ্যেবেলা মেঘ গান গাইতে এলে তার সঙ্গে দেখা হবে না এই ভেবেই খুব কান্নাকাটি করতে থাকেন ঠাম্মি। তিনি মিলকে বলেন তাঁর শরীরের অবস্থা ভালো নয় তাই মেঘ এলে যেন তার সঙ্গে যেন একবার তার কাছে নিয়ে আসে।

চাঞ্চল্যকর এপিসোড! ময়ূরীর সাহায্যে মেঘের চরম সর্বনাশ করে দিল রূপ

Icche Putul

এরই মাঝে দেখা যায় পূজা মণ্ডপে উপস্থিত হয় মেঘ। তাকে দেখে সকলে তার কাছে এসে জানায় একটু বাদেই মঞ্চে ডাকা হবে তাকে। মেঘ আসায় নীলকে খবর দেয় সবাই। আরতি দেখতে দেখতে নীলের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কথা মনে পড়ে মেঘের। এমন সময় নীল এসে তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে! মেঘ জানায় ভালই আছে সে। এরপরই নীল জানায় যে ঠাম্মির শরীরটা খুবই খারাপ। কিন্তু মেঘ ভাবতে থাকে নীল বোধ হয় আবারও তাকে মিথ্যে কথা বলছে। তবে কী ঠাম্মি সত্যিই অসুস্থত এই কথা জানতে পেরে গাঙ্গুলী বাড়িতে ছুটে যাবে মেঘ! ঠাম্মির ইচ্ছাতে আবারো কী এক হবে তারা! জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি

Related Articles