Icche Putul: দুর্ধর্ষ এপিসোড! পাড়ার অনুষ্ঠানে জিষ্ণুকে দেখে অদ্ভুত কাণ্ড করল মেঘ
জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত নবাগত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো 'ইচ্ছে পুতুল (Icche Putul)'। একের পর এক ধামাকাদার পর্ব দর্শকদের উপহার দিচ্ছে এই মেগা।

Icche Putul: জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত নবাগত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। একের পর এক ধামাকাদার পর্ব দর্শকদের উপহার দিচ্ছে এই মেগা। আপাতত টানটান উত্তেজনায় ভরপুর এই ধারাবাহিকের প্রতিটি পর্ব। সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই এই মেগার জনপ্রিয়তার চোখে পড়ার মতো। এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় রয়েছে তিতিক্ষা দাস (Titiksha Das) এবং নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় নায়ক মৈনাক ব্যানার্জি (Mainak Banerjee)। খল নায়িকার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র (Shweta Mishra)।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন জেল থেকে ছাড়া পেয়েই মেঘের উপর প্রতিশোধ নিতে তৎপর হয়েছে রূপ। রূপ ঠিক করে মেঘের জীবন অতিষ্ট করে তুলবে সে। নিজের কার্যসিদ্ধির জন্য আবারও ময়ূরীর সঙ্গে হাত মেলায় সে। নিজের বোনের কথা না ভেবে রূপের মতো একটা বাজে ছেলের সঙ্গে হাত মেলায় ময়ূরী। সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে ময়ূরীর সাহায্য নিয়ে মেঘের ঘরে ঢুকে তার সঙ্গে অসভ্যতা করে তাকে ভয় দেখায় রূপ এবং বলে মেঘের শান্তির ঘুম সে কেড়ে নেবে।
মেঘ এই ঘটনায় ভয় পেয়ে তার বাবাকে ডাকতে থাকে কিন্তু মেঘের বাবা মা ঘরে ঢুকে কাউকেই দেখতে পায়না। এদিকে নীলের পাড়ায় মেঘ গান গাইতে আসছে শুনে ভীষণ খুশি গাঙ্গুলী পরিবার সহ ঠাম্মি। মেঘের সঙ্গে দেখা করবে বলে সে উতলা হয়ে উঠেছে। শরীর খারাপ হওয়ায় পূজা মন্ডপে আসতে পারবে না বলে তিনি নীলকে জানিয়ে দেন মেঘকে যেন একবার তার কাছে নিয়ে আসা হয়।
চাঞ্চল্যকর এপিসোড! ময়ূরীর সাহায্যে মেঘের চরম সর্বনাশ করে দিল রূপ
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব যেখানে দেখা যাবে, মেঘ নীলদের পাড়ার অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে মঞ্চে ডেকে ফুলের তোরা দিয়ে সম্বর্ধনা দেয় নীল। এরপরই অ্যাঙ্কর স্টেজে আমন্ত্রণ জানায় জিষ্ণুকে। তাকে দেখে অবাক হয়ে যায় মেঘ। নীল স্টেজ থেকে নেমে এসে জিষ্ণুকে জিজ্ঞাস করে মেঘকে ছাড়া সে কী এক মুহুর্ত থাকতে পারেনা!তাকে আমন্ত্রণ না জানানো সত্বেও কেন সে এসেছে! এমন সময় পূজা কমিটির লোকজন এসে নীলকে জানায় তাকে না জানিয়েই তারা জিষ্ণুকে আমন্ত্রণ জানিয়েছে কারণ মেঘ ও জিষ্ণুর জুটি দর্শক পছন্দ করে। এই কথা শুনে সেখান থেকে চলে যায় নীল। তবে কী আবারও মেঘকে ভুল বুঝবে নীল! আবারও দূরত্ব তৈরি হবে সম্পর্কে! কোন দিকে মোড় নিতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলি জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি