Icche Putul: ‘তুই আমায় ক্ষমা করে দে’! ময়ূরীর মুখোশ খুলতেই, মেঘের কাছে ক্ষমা চাইলো তার মা!
অবশেষে ময়ূরীর ষড়যন্ত্র বুঝতে পারলো তার মা।

Icche Putul: ময়ূরীর সব দোষ যে ঢেকে রাখত, সেই মাও এখন ময়ূরীকে চিনতে পেরে গেল! মেঘের কাছে হাতজোড় করে ক্ষমা চাইল মেঘের মা। ময়ূরী সব ষড়যন্ত্রই এখন মেঘের মায়ের কাছে পরিষ্কার। তবে কি মেঘ নিজেকে সবার কাছে প্রমাণ করে ফেলল? দর্শকদের ইচ্ছামত এবার হয়তো নীল, নীলের মা সহ গোটা পরিবার মেঘকে আপন করে নেবে। রূপ আর ময়ূরীর সব ছল-চাতুরী অবশেষে সামনে এলো। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের আগামী পর্ব এমনভাবেই আশার আলো দেখাচ্ছে দর্শকদের মনে।
Icche Putul- Zee Bangla
ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায়, কাঁদতে কাঁদতে মেঘের মা মেঘকে বলে “তুই আমাকে ক্ষমা করে দে মেঘ। আমি এতদিন তোকে বুঝতে পারিনি। ময়ুরীর ষড়যন্ত্র এখন আমি বুঝে গেছি”। এদিকে ময়ূরী ভাবতে থাকে, যে মা তাকে সবকিছু থেকে রক্ষা করতো সেই মাও তার পাশ থেকে সরে গেলে। এখন তার কি হবে! ময়ূরী আরো ভাবতে থাকে, তার ও রূপের আসল সত্যিটা নীলের পরিবারের সবাই হয়তো মেনে নেবে না। তবে কি ময়ূরী এবার একা হয়ে যাবে?
Icche Putul New Episode
নীল ময়ূরীর সব সত্যিটা জানতে পেরে, তার বাড়িতে সকলের কাছে জানায়। এই শুনে নীলের মা তো মেঘকে ঠিক ভাবেই না, অপরদিকে নীলকে বলে এতে ময়ূরীর কোনো দোষ নেই! গিনি রূপকে ভালোবাসা বলেই, রূপের খারাপ দিকটা আড়াল করতে চেয়েছিল ময়ূরী। নীলের মা আরও বলে যে, সে নাকি ভবিষ্যতে নীলের পাশে ময়ূরীকেই দেখতে চায় কারণ ময়ূরী নীলকে ভালোবেসেই এসব কিছু করেছে।
মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীর সাথে বিয়ের পিঁড়িতে নীল! প্রকাশ্যে ‘ইচ্ছে পুতুলে’র ধামাকাদার প্রোমো
এতকিছুর পরেও মেঘকে বুঝতে পারলো না নীলের মা! নীল আর মেঘের আলাদা পথ চলার দিন শুরু হতে চলেছে অবশেষে। তবে কি নীল আর ময়ূরীর বিয়েটা হয়েই যাবে? এসব কিছুই জানতে দেখতে হবে জি বাংলায় ‘ইচ্ছে পুতুল’।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি