Icche Putul: নীল অতীত! জিষ্ণুর সাথে সাত পাকে বাঁধা পড়লো মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে 'ইচ্ছে পুতুল' (Icche Putul) হল অন্যতম।

Icche Putul: নীল ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় চোখের জলে ভাসে মেঘ। তবে এরপরেই জীবনের ঘুরে দাঁড়ানোর মূল মন্ত্র সে বুঝে যায়। জিষ্ণুর সাথে বিয়ের পিঁড়িতে বসে সে। এছাড়াও বড় গায়িকা হয়ে দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে তার প্রতিভা! নীল যেমন ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নেই, এদিকে মেঘও জিষ্ণুকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এসব দেখে কি প্রতিক্রিয়া হবে সকলের? তাহলে কি এভাবেই আলাদা হয়ে যাবে নীল-মেঘের পথ! ধারাবাহিকের নতুন পর্বে এমনই দৃশ্য দেখা যাবে।
Icche Putul- Zee Bangla
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ হল অন্যতম। দুই বোনের কাহিনী নিয়ে শুরু হয় এই ধারাবাহিকের গল্প। যেখানে বড় বোন ময়ূরী, ছোট বোন মেঘকে শুধুই হিংসা করে। এমনকি মেঘের বিবাহ বিচ্ছেদে যার হাত সব থেকে বেশি ছিল, সে হল ময়ূরী। তবে এবার আর শুধুমাত্র ময়ুরী না, মেঘের বিপরীতে দাঁড়ালো তার স্বামীও! নীল মেঘকে ডিভোর্স পেপারে সই করে দিয়ে ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। নীলের এরূপ সিদ্ধান্তে ভীষণভাবে ভেঙে পড়েছিলো মেঘ। তবে এরপরেই ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সে। ভালো বন্ধু থেকে জিষ্ণুকে নিজের স্বামীতে পরিণত করার জন্য উঠে পড়ে লাগে।
New Episode
ধারাবাহিকের আগামী দিনে দেখা যাবে, বড় গায়িকা হওয়ার জন্য গুরুজীর কাছে মনোযোগ সহকারে রেওয়াজ করে মেঘ। এরপরেই দেশে প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে মেঘের প্রতিভা। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, সর্বত্রই অনুষ্ঠান করতে যায় মেঘ আর সব সময় তার পাশে বন্ধু হিসেবে থাকে জিষ্ণু। জিষ্ণু আর মেঘের বন্ধুত্ব ক্রমেই ঘনিষ্ট হতে থাকবে পরবর্তী দিনে। আগামী পর্বগুলিতে এরপরই হয়তো দেখা যাবে, মেঘ আর জিষ্ণুর বিবাহ সম্পন্ন হয়েছে।
মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীর সাথে বিয়ের পিঁড়িতে নীল! প্রকাশ্যে ‘ইচ্ছে পুতুলে’র ধামাকাদার প্রোমো
একদিকে নীল আর ময়ূরী, অপরদিকে মেঘ আর জিষ্ণু; এভাবেই কি বদলে যাবে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের সমস্ত সমীকরণ? আর কখনোই হয়তো একসাথে দেখা যাবে না নীল আর মেঘকে! ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কী হয় জানার জন্য অবশ্যই দেখতে হবে জি বাংলায় ‘ইচ্ছে পুতুল’।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি