Icche Putul: সব অপমানের যোগ্য জবাব! রাস্তার মধ্যে নীলকে সজোরে থাপ্পড় মারলো মেঘ, প্রকাশ্যে ইচ্ছে পুতুলের দুর্ধর্ষ পর্ব
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সর্বদাই জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে।

Icche Putul: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সর্বদাই জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে। টিআরপি তালিকাতেও ভালো ফল করছে এই ধারাবাহিক। বলা বাহুল্য, দর্শক যে এই ধারাবাহিক বেশ পছন্দ করেছেন তা বোঝাই যাচ্ছে। বর্তমানে একের পর এক ঘটনায় গল্প মোড় নিচ্ছে অন্যদিকে। যা উত্তেজনা বাড়াচ্ছে দর্শক মনে। সকলেই চাইছেন মেঘ নির্দোষ প্রমাণ হোক। তবে বর্তমানে সেই সব অতীত।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন, ইতিমধ্যে ময়ূরীর ছলচাতুরী সামনে এসছে নীলের এবং মেঘের কাছে ক্ষমাও চেয়েছে সে। কিন্তু মেঘ নারাজ তাকে ক্ষমা করতে বরং সে নীলকে সাফ জানিয়ে দিয়েছে ডিভোর্স পেপারে সাইন করে দিতে। অন্যদিকে গাঙ্গুলী বাড়ির সকলের সামনে এসে গিয়েছে রূপের আসল চরিত্র। যদিও রূপ যে ভালো না তা কিছুতেই মানতে চায় না গিনি। সে রূপকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছে।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এল ধারাবাহিকের ধামাকাদার পর্ব। আগামী পর্বে দেখা যাবে, কলেজে মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও নীলের সঙ্গে কথা বলে না মেঘ। অন্যদিকে গুরুজীর ক্লাস থেকে আসার পথে রাস্তার মোড়ে জিষ্ণুর সঙ্গে ফুচকা খায় মেঘ। হঠাৎই দুজনকে একসঙ্গে দেখে ক্ষেপে গিয়ে জিষ্ণুকে থাপ্পড় মারতে যায় নীল। অতঃপর নীলকে থাপ্পড় মারে মেঘ। মেঘের এই ব্যবহারে রেগে গিয়ে মেঘকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় নীল।
ডিভোর্স দিতে গিয়েই মেঘের সিঁথিতে সিঁদুর পরালো নীল! সব পরিকল্পনা ভেস্তে যেতেই ক্ষেপলো ময়ূরী
অন্যদিকে ফোন থেকে সব রেকর্ড ডিলিট করে নীলের কাছে মিথ্যে কথা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করে ময়ূরী। মেঘের চাপে সে মিথ্যে তবে নীল কার কথা বিশ্বাস করবে এই নিয়ে দ্বন্দ্বে পড়ে যায়। এদিকে গিনির সঙ্গে রূপের আশীর্বাদ চলছে গাঙ্গুলী বাড়িতে। কিন্তু সেই বিয়েতে এখনও মত নেই নীলের। কিন্তু শেষমেশ মেঘের উপর রাগ করে রূপের সঙ্গে গিনির বিয়েতে কী শেষ পর্যন্ত মত দেবে নীল? নাকি রূপের আসল চরিত্র আসবে গিনির সামনে ! অন্যদিকে মেঘের সঙ্গে জিষ্ণুর সম্পর্কও কোন দিকে মোড় নেবে তা জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি