বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: এটাই প্রাপ্য, বৌভাতের দিনই ভরা আসরে ময়ূরীকে চড় মারলো গিনি! প্রকাশ্যে জমজমাট পর্ব

বর্তমানে জি বাংলার Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। একের পর এক টুইস্ট হাজির হচ্ছে দর্শকদের সামনে। যার কারণে এই ধারাবাহিকের একটি এপিসোডও মিস করতে চাইছেন না কেউই। নীল, ময়ূরী ও মেঘ এই তিনজনের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

Icche Putul

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, ময়ূরীর কথায় মেঘকে ভুল বুঝে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে নীল। মনে মনে কষ্ট হলেও তার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে মেঘ। অন্যদিকে গিনি ও রূপের বিয়ের দিন মণ্ডপে মাতাল অবস্থায় বরবেশে হাজির হয়েছে রূপ। সেখানে তার পছন্দ হয় মিনিকে। মদ খেয়ে মিনির সঙ্গে অসভ্য আচরণও করে রূপ। রুপ যে মদ খেয়েছে এই কথা মিনির কাছে স্পষ্ট হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে মেঘ কি তবে সত্যি কথাই বলছিল! এর মাঝে বিয়ে বাড়িতে উপস্থিত হয় মেঘ। তাকে দেখে চোখ সরেনা নীলের।

Icche Putul New Episode

Icche putul

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকে নয়া পর্ব। যেখানে দেখা গিয়েছে গিনির সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে রূপের। ইতিমধ্যে সে জেনেও গিয়েছে রূপ একটা লম্পট এবং দুশ্চরিত্র স্বভাবের ছেলে। এরপরই গিনি ও রূপের বৌভাতের দিন সেখানে উপস্থিত হয় ময়ূরী। এর পরের দৃশ্যে দেখা যায় ময়ূরীর গালে চড় মারে গিনি। ময়ূরী কারণ জানতে চাইলে গিনি বলে রূপের নামে মিথ্যে কথা বলে ময়ূরী তার জীবনটা নষ্ট করেছে। সে যদি গুণাক্ষরেও টের পেতো রুপ এমন দুশ্চরিত্রের ছেলে তবে কখনোই তাকে বিয়ে করত না।

‘বেড়িয়ে যাও ঘর থেকে’! ফুলসজ্জার রাতেই গিনির সামনে এলো রূপের আসল চরিত্র, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব 

Icche Putul

এর প্রত্যুত্তরে ময়ূরী জানায় তার সঙ্গে আলাপের অনেক আগে থেকেই গিনি রূপের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। তাই রূপের কিছু বাজে গুণ সে আড়াল করেছে তার থেকে। নীল বলে তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল নচেৎ তুমি কেন জানাওনি যে রূপ লম্পট ও দুশ্চরিত্র! এই কথা শুনে রূপ বলে যার নিজের চরিত্রের ঠিক নেই সে আবার আমার চরিত্র নিয়ে কথা বলতে আসে। একই  বাড়ির দুই মেয়েকে ভোগ দখল করে নিজেকে সাধুপুরুষ ভাবলেই সে সাধপুরুষ হয়ে যায় না। তবে কি এইবার ময়ূরীর সঙ্গে গিনির সম্পর্কে দূরত্ব বাড়বে? মেঘ যে সত্যিই গিনির ভালো চাইছিল এই কথাটি শেষমেষ বুঝতে পারবে গিনি? যদি এমনটাই হয় তবে কেমন লাগবে দর্শকদের।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles