বিনোদন দুনিয়া

Icche Putul: ‘তুমি আমায় ঠকিয়েছো’! বিয়ের পরের দিনই রূপের দ্বিতীয় স্ত্রীর মুখোমুখি গিনি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

জি বাংলার (Zee Bangla) বহুল চর্চিত একটি ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)।

Advertisements

Icche Putul: জি বাংলার (Zee Bangla) বহুল চর্চিত একটি ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। দর্শকের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। গল্পের মুখ্য তিন চরিত্র মেঘ, নীল ও ময়ূরীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ধারাবাহিকটি। ময়ূরী তার বোন মেঘের প্রতি হিংসাপরায়ন হয়ে একের পর এক ক্ষতি করেছে তার। দর্শকরা সকলেই জানেন নীল মেঘকে ভালোবেসে বিয়ে করলেও ময়ূরীর চক্রান্তে তাদের সম্পর্ক আজ ভাঙতে বসেছে।

Icche Putul Zee Bangla

Icche putul

Advertisements

এদিকে ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, রূপ যে মদ খেয়েছে তা স্পষ্ট বুঝতে পেরেছে তার বাবা। সে এসে রূপকে স্পষ্ট জানিয়ে গিয়েছে যাতে সে কোনোরকম অসভ্যতামী না করে। এরপরই ছাদনাতলায় যাওয়ার জন্য রূপকে ডাকতে এলে তার মুখ দিয়ে মদের গন্ধ পায় লাল। রূপের মাতলামি দেখলেও গিনিকে কিছুই জানাতে পারে না সে।

এটাই প্রাপ্য, বৌভাতের দিনই ভরা আসরে ময়ূরীকে চড় মারলো গিনি! প্রকাশ্যে জমজমাট পর্ব

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া পর্ব। যেখানে দেখা গিয়েছে বিয়ে সুসম্পন্ন হয়েছে গিনি ও রূপের। শত চেষ্টার পরেও তাদের বিয়েটা আটকাতে পারেনি মেঘ। এরপরই শশুরবাড়িতে গিয়ে এক চরম সত্যের মুখোমুখি হয় গিনি। সে জানতে পারে রূপ বিবাহিত। এই কথা জানতে পেরে গিনি ডিভোর্স চায় রূপের থেকে। এই কথায় রূপ খুশি হলেও সে মনে মনে ভাবতে থাকে মিনির কথা। তাই রূপ জানিয়ে দেয় ডিভোর্স সে দেবে না। ডিভোর্স দিতে হলে তার প্রথম স্ত্রীকেই দেবে। এই শুনে বেশ দুর্বল হয়ে যায় গিনি। অন্যদিকে দেখা যায়, মেঘ চলে যাওয়ার পর থেকেই নীল সারাক্ষণ ভাবতে থাকে মেঘের কথা। সে মনে মনে ভাবে মেঘ ঠিক সে ভুল। এমনকি ময়ূরীকেও সহ্য করতে পারেনা সে। তবে কি এইবার রূপের আসল চরিত্র গিনির সামনে এইভাবে চলে আসার পর নীল বুঝতে পারবে যে মেঘই ঠিক! যদি এমনটাই হয় তবে কেমন লাগবে দর্শকদের!

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles