বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: ভাঙলো ধৈর্যের বাঁধ! রূপকে পুলিশে দিয়েই ময়ূরীকে সবার সামনে সজোড়ে থাপ্পড় মারল গিনি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব 

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া একটি বহুল চর্চিত ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)।

Advertisements

Icche Putul: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া একটি বহুল চর্চিত ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। প্রথম দিকে টিআরপি তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত করতে না পারলেও চলতি সপ্তাহে এই তালিকার এক থেকে দশের মধ্যে নিজের জায়গা পাকাপোক্ত করেছে এই ধারাবাহিক।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, রূপের দ্বারা আবারও অত্যাচারের শিকার হয়েছে গিনি। রুপ গিনিকে জানিয়েছে যদি সে সুকান্ত বাবুর অর্ধেক সম্পত্তি তার নামে করিয়ে দিতে পারে তবে সে গিনির সঙ্গেই থাকবে। কিন্তু গিনি রূপের এই প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর অত্যাচার শুরু করে রূপ। গিনি রূপকে বলে তার আসল চেহারা সে সবার সামনে ফাঁস করে দেবে। শালিনী দেবী রূপকে বোঝাতে থাকে যে কোনো প্রকারে গিনির মুখ বন্ধ করতে হবে নাহলে সর্বনাশ হয়ে যেতে পারে। মায়ের কথায় গিনিকে ব্ল্যাকমেল করার নতুন ফন্দি আঁটে রূপ। সে গিনিকে কাছে টেনে নিয়ে তার একটি গোপন ভিডিও দেখাও এবং বলে অষ্টমঙ্গলায় গাঙ্গুলী বাড়িতে গিয়ে যদি সে কোনোভাবে মুখ খোলে তবে এই ভিডিও সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। গিনি কথা দেয় সে কাউকে কিছু জানাবে না।

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব যেখানে দেখা যাবে, অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে গিনি রূপকে বলে তার ভিডিওটা ডিলিট করে দিতে। কিন্তু রূপ কিছুতেই সেই ভিডিওটা ডিলিট করতে চায়না। এরপরই বচসা শুরু হয় তাদের মধ্যে। গিনিকে আবার অত্যাচার করতে থাকে রূপ। গিনি নিজেকে বাঁচাতে মেঘকে ফোন করে সবটা জানায়। পুলিশকে সঙ্গে নিয়ে স্যানাল বাড়িতে হাজির হয় মেঘ। সঙ্গে নীল ও ময়ূরীও হাজির হয় সেখানে। মেঘ রূপকে পুলিশের হাতে তুলে দিলে গিনি সবাইকে সবটা বলে দেয়। পুলিশ রূপকে অ্যারেস্ট করার পরেই গিনি থাপ্পড় মারে ময়ূরীকে। ময়ূরী গিনিকে বলে শুধুমাত্র নীলের বোন বলে সে তার গায়ে হাত তুলছে না। নচেৎ তার কোনো দোষ নেই তাকে বিনা কারণে ভুল বুজছে সে আর রূপের দোষের শাস্তি সে পাচ্ছে। গিনি ময়ূরীকে বলে সেই একই শাস্তি তারও পাওয়া উচিত। গিনি জানায় সে মীনাক্ষী দেবীকে ফোন করে এখানে আসতে বলবে। যদিও ততক্ষণে উপস্থিত হয়েছে গাঙ্গুলী বাড়ির সকলে। কিন্তু ময়ূরী তখনও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে।

গল্পে নতুন মোড়! গিনির থেকে সত্যি জেনে মেঘ ও নীলের ডিভোর্স আটকে দিল ঠাম্মি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব 

যদিও এমন কোনো ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনো প্রকাশ্যে আনা হয়নি। ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। যদি সত্যিই গিনির থেকে সবটা শুনে মীনাক্ষী দেবী এইবার ময়ূরীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তবে কেমন লাগবে দর্শকদের!

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles