Icche Putul: নোংরামির সব সীমা পার! মদ্যপ অবস্থায় গিনিকে রক্তাক্ত করে তার গয়না চুরি করল রূপ, প্রকাশ্যে চাঞ্চল্যকর পর্ব
মাত্র কয়েক মাসের মধ্যেই দর্শকের মনে পাকা পাকি ভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) পর্দায় নবাগত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। মাত্র কয়েক মাসের মধ্যেই দর্শকের মনে পাকা পাকি ভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। টিআরপি তালিকা হোক কিংবা সোশ্যাল মিডিয়া সর্বত্রই এই ধারাবাহিকের জনপ্রিয়তা চোখে পড়ছে। গল্প এখন যেদিকে মন নিয়েছে তাতে একটি পর্বও মিস করতে চাইছেন না দর্শকরা। তবে সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে তীব্র সমালোচনার মুখে পড়েছে এই ধারাবহিক।
Icche Putul Zee Bangla
নিত্য দর্শকরা সকলেই জানেন বিয়ের পর থেকে রূপের আসল রূপ আস্তে আস্তে গিনির সামনে বেরিয়ে এসেছে। মেঘের প্রতিটি কথাই তার সত্যি বলে মনে হয়েছে রূপের আচরনে। ভাত কাপড়ের অনুষ্ঠানে সকলের সামনে স্বামীর থেকে লাঞ্চিত হওয়ার পর গিনি ঠিক করে সে গাঙ্গুলী বাড়িতে ফিরে যাবে কিন্তু নিজেদের স্বার্থে তা কোনভাবেই হতে দিতে চায় না রূপ ও রূপের মা।
মায়ের কথায় রূপ রিসেপশনের ঠিক আগেই গিনিকে মিষ্টি মিষ্টি কথা বলে মানিয়ে নেয় যাতে সে তার বাড়ির লোকের কাছে কিছু ফাঁস না করে। মনে মনে রূপ ঠিক করে তার বাবা তাকে টাকা না দিলে গিনি সেই টাকার যোগান দেবে। রিসেপশনে সকলের সকলের সামনে গিনি সঙ্গে ভালবাসার নাটক করে রূপ যা দেখে খুশি হয় যিনি বাবা-মা সহ গাঙ্গুলী পরিবারের অন্যান্য সদস্যরাও। কিন্তু ঠিক এরপরই ফুলশয্যার ঘরে রূপের অত্যাচারের শিকার হয় গিনি। রুপ মদ্যপ অবস্থায় ফুলশয্যার ঘরে টলতে টলতে ঢুকলে গিনি তার প্রতিবাদ করলে গিনির সম্মতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য জোর জবরদস্তি শুরু করে রূপ। এমনকি গিনির গায়ে হাত পর্যন্ত তোলা সে। রূপের এই ব্যবহারে গিনির চোখের সামনে থেকে সমস্ত পর্দা উঠে যায়। কান্নায় ভেঙে পরে সে।
ভুলের মাশুল দিল গিনি! ফুলশয্যার রাতে গিনির ওপর নির্মম অত্যাচার করলো রূপ, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব
তবে রুপের অসভ্যতামা এখানেই শেষ হয়ে যায় না। সকালবেলা গিনির আড়ালেই তার গয়না চুরি করার চেষ্টা করে রূপ। সমস্ত ঘটনা রূপের বাবাকে জানাতে গেলে জোর করে গিনির হাত থেকে তার ফোন কেড়ে নিয়ে মাটিতে ফেলে ভেঙে দেয় রূপ। রূপ বেরিয়ে যাওয়ার পর তার মা গিনির ঘরে এলে শালিনী দেবীকে তার শরীরের ক্ষত চিহ্ন দেখায় গিনি। শালীন দেবী গিনিকে জিজ্ঞাস করে সে সব কথা তার বাড়িতে জানিয়ে দেবে কিনা! গিনি জানায় এইবার সে বলতে বাধ্য হবে। এরপরই গিনির ঘরে দরজা আটকে চলে যায় শালিনী দেবী এবং ফোন করে রূপকে। পরবর্তীতে কী হতে চলেছে গিনির সঙ্গে? নতুন করে আবারও কি রুপের অত্যাচারের শিকার হতে হবে সে! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি