বিনোদন দুনিয়া

Icche Putul: ‘তুমি আমাকে ঠকিয়েছো’! গার্লফ্রেন্ডের সাথে রাত কাটিয়ে বাড়ি ফিরলে গিনির কাছে ধরা পড়ল রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব 

ইচ্ছে পুতুল ভক্তরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে রূপ ও ময়ূরীর পর্দা ফাঁস হওয়ার জন্য।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিক চলছে টানটান উত্তেজনা। প্রতিটি পর্বেই থাকছে নয়া চমক। ইচ্ছে পুতুল ভক্তরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে রূপ ও ময়ূরীর পর্দা ফাঁস হওয়ার জন্য। তবে গল্প যে কোনদিকে এগোবে তা এখনো জানেনা কেউই।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে গাঙ্গুলী বাড়ির সকলের আশীর্বাদ নিয়ে গিনির রওনা দিয়েছেন রূপের বাড়িতে। শ্বশুরবাড়িতে তার বড়লোক হয়ে গিয়েছে সুষ্ঠুভাবে। কিন্তু রূপের আচরণে কিছু অসংলগ্নতা ধরা পড়েছে গিনির চোখে। এদিকে মিনি কিন্তু মিনিকে বারবার রূপের ব্যবহার নিয়ে জিজ্ঞাসা করতে থাকে। গিনিও মিনিকে বলে সে কেন বারবার এমন প্রশ্ন করছে! মিনি জানায় না এমনি। আসলে বিয়েটাতে রূপের মাতলামি বেশ ভালোই প্রত্যক্ষ করেছিল মিনি। এমনকি মিনিকে রূপের জড়িয়ে ধরাও ভালো লাগেনি তার। বিয়ে নিয়ে সবাই ভীষণ খুশি হলেও নিজের মনকে কিছুতেই সায় দিতে পারছে না মিনি ও লাল।

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এরই মাঝেই প্রকাশ্যে এসছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে রূপ সারা রাত বাইরে কাটিয়ে বাড়ি ফিরলে জেরার মুখে পড়ে গিনির। গিনিকে রূপ জানায় সে অফিসের কাজেই বাইরে ছিল। এই কথায় গিনি বলে যদি সে সত্যিই বলবে তবে তার কোর্টে মেয়েদের লিপস্টিকের দাগ লেগে রয়েছে কেন? গিনির কথায় চমকে গিয়ে রূপ বলে সন্দেহ করছো নাকি! গিনি জানায় না শুধু জিজ্ঞাসা করছি।

ফাঁস রূপের আসল চরিত্র! ফুলসজ্জা ফেলে বান্ধবীর সাথে হোটেলে রাত কাটালো রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche putul

অন্যদিকে ময়ূরীকে নিয়ে শপিং করে নীল তার নিজের বাড়িতে নিয়ে এলে অনিন্দ্য বাবু মীনাক্ষী দেবীকে ফোন করে জানায় নীলের আচরণ তার মোটেও ভালো লাগছে না। সে যেন এই ধরনের কাজ না করে মেঘের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর ময়ূরীর সঙ্গে বিয়ে হলে সে যা ইচ্ছে করতে পারে। মীনাক্ষী দেবী অনিন্দ্যবাবুকে সেকেলে বললে সে জানায় এরপরও যদি ময়ূরী না ফেরে সে পুলিশ ডাকতে বাধ্য হবে। অন্যদিকে রূপের কথা কিছুতেই বিশ্বাস করতে পারছে না গিনি। তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। তবে কি এইবার রূপের ব্যাপারে এই সকল কথা বাড়ির সবাইকে জানাবে গিনি? যদিও ধারাবাহিকের এমন কোন পর্ব চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনো প্রকাশ্যে আনা হয়নি সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজ গুলির তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। গল্পে আদৌ এমন কোন দৃশ্য দেখানো হবে কিনা বা এরপর গল্প নতুনভাবে কোন দিকে মোড় নেবে তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles