Icche Putul: চাঞ্চল্যকর পর্ব! সকলের সামনে গিনির সিঁথির সিঁদুর মুছে তাকে অস্বীকার করল রূপ
টিআরপি তালিকাতেও নিজের জায়গা পাকাপোক্ত করছে এই ধারাবাহিক।

Icche Putul: যত দিন যাচ্ছে ততই দর্শকমহলে সাড়া ফেলেছে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকটি। প্রতি পর্বেই থাকছে নিত্য নতুন চমক। টিআরপি তালিকাতেও নিজের জায়গা পাকাপোক্ত করছে এই ধারাবাহিক। গল্পের নায়িকা মেঘের চরিত্রটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শকবৃন্দের কাছে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিক নিত্য দর্শকরা সকলেই জানেন বিয়ের পরই রূপের আসল চেহারা গিনির সামনে ফুটে উঠেছে। মেঘের হাজার বারণ সত্বেও এক প্রকার জেদ করেই রূপের মতো এক লম্পট ছেলেকে বিয়ে করে গিনি। বিয়ের একদিন যেতে না যেতেই সেই রূপের দ্বারা চরম অত্যাচারের শিকার হতে হয় তাকে। সে বুঝতে পারে নিজের জীবনে সে সর্বনাশ ডেকে এনেছে। বারবার তার মনে হয় মেঘ তাকে অনেকবার সাবধান করেছিল কিন্তু সেই কারোর কথা শোনেনি। ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে ফুলশয্যার রাতে রূপের দ্বারা শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয় কিনা এমনকি জোর করে তার সমস্ত গয়না নিয়ে নেয় রূপ। এতকিছুর পরেও নীরব থাকেন শালিনী দেবী। সে গিনিকে জানিয়ে দেয় রূপের ব্যাপারে সে কোন খারাপ কথা শুনতে চায়না। অন্যদিকে দেখা যায় মেঘ ও নিলে ডিভোর্সের দিন ঠিক হয়ে গিয়েছে এবং ময়ূরী ঠিক করেছে পরের দিনে নীলকে সে বিয়ে করবে। আর এক মুহূর্ত নষ্ট করতে চায়না সে।
Icche Putul New Episode
এইসবের মাঝেই প্রকাশ্যে এসছে ধারাবাহিকের আসন্ন পর্ব, যেখানে দেখা যাবে রূপ গিনিকে হাত-পা বেঁধে ঘরে ফেলে রেখে চলে গিয়েছে তার প্রেমিকার সঙ্গে সময় কাটাতে। গিনি কি করবে বুঝে উঠতে না পেরে শেষ পর্যন্ত ফোন করে মেঘকে। গিনির ফোন পেয়ে সান্যাল বাড়িতে পৌঁছে যায় মেঘ। মেঘ রূপের মাকে জিজ্ঞাসা করে গিন্নি কোথায়? তার প্রশ্নের উত্তরে সে জানিয়ে দেয় রূপের সঙ্গে বেড়াতে গেছে। কিন্তু রূপের মায়ের কোনো কথা বিশ্বাস না করেই মেঘ ঢুকে পড়ে সান্যাল বাড়িতে এবং দরজা ধাক্কা দিতে থাকে। গিনি যে ঘরে আছে সেই ঘরের দরজা খুলতে না পারায় মেঘ ফোন করে ডেকে নেয় নীলকে। নীল তার এনগেজমেন্ট ছেড়ে ময়ূরীকে নিয়েই চলে আসে সান্যাল বাড়িতে।
মেঘ নীলকে বলে আজ আবার প্রমাণিত হবে মেঘ মিথ্যে কথা বলে না। মেঘেরই কথা শুনে যথেষ্ট ভয় পেয়ে যায় ময়ূরী। সে নীলকে মেঘের বিরুদ্ধে বোঝাতে গেলেও তার কথায় কর্ণপাত করে না নীল। এরপর মেঘ ও নীল ঘরের দরজা ভেঙে উদ্ধার করে গিনিকে। নীলের সামনে দিনের আলোর মত সবটা পরিষ্কার হয়ে যায়। গিনির কাছ থেকে সবটা শোনে নীল। মেঘ ও নীল রূপের উপর ক্ষেপে গেলে মদ্যপ অবস্থায় মাতলামি শুরু করে রূপ। সেই সময় সেখানে উপস্থিত হন নীলের মা মীনাক্ষী দেবী। রূপের মাতলামি এতটাই বেড়ে যায় যে সে গিনির সিঁথির সিঁদুর নিজের হাতে মুছে দিয়ে গিনির সঙ্গে বিয়ে অস্বীকার করে। যা দেখে চমকে যায় সকলে। তবে কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে? এইবার কি মীনাক্ষী দেবী বুঝতে পারবে মেঘ যা বলেছিল সবটা সত্যি! সে কি এইবার কাছে টেনে নেবে মেঘকে? নীলও কি ক্ষমা চাইবে মেঘের কাছে! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি