বিনোদন দুনিয়া

Icche Putul: ঘুরে গেল গল্প! ময়ূরীর আসল রূপ জেনেই মেঘের সঙ্গে নীলের বিয়ে দিচ্ছে মীনাক্ষী দেবী, প্রকাশ্যে নয়া প্রোমো 

চলতি সপ্তাহে টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে স্থানার্জন করেছে এই ধারাবাহিক। 

Advertisements

Icche Putul: জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। বর্তমানে এই ধারাবাহিক নিয়ে মানুষের মনে কৌতূহলের অন্ত নেই। প্রত্যেক পর্বেই থাকছে নিত্য নতুন চমক। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে স্থানার্জন করেছে এই ধারাবাহিক।

Icche Putul Zee Bangla

Icche Putul: ঘুরে গেল গল্প! ময়ূরীর আসল রূপ জেনেই মেঘের সঙ্গে নীলের বিয়ে দিচ্ছে মীনাক্ষী দেবী, প্রকাশ্যে নয়া প্রোমো 

Advertisements

ইদানিং গল্পে চলছে টানটান উত্তেজনা। ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে মেঘ ইউনিভার্সিটির পরীক্ষায় ফার্স্ট হয়ে রেকর্ড ব্রেক করেছে। তার সাফল্যে খুশি হয়েছে নীল। নিজের ভুল বুঝতে পেরে সে মেঘকে তার জীবনে ফিরিয়ে আনতে উদগ্রীব হয়ে উঠেছে। অন্যদিকে রূপের প্রতিনিয়ত অত্যাচারের শিকার হচ্ছে গিনি। শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করছে সে। রূপের সঙ্গে রয়েছে তার মা শালিনী দেবী। সেও একপ্রকার হুমকির সুরেই গিনিকে জানিয়ে দিয়েছে কোনো ভাবেই কারোর কাছে যেন সে মুখ না খোলে। এদিকে রূপের সঙ্গে পার্টিতে যাওয়ার সময় হঠাৎই গিনির দেখা হয় মেঘের সঙ্গে। মেঘ তার ঘাড়ে গলায় ক্ষত চিহ্ন দেখে স্পষ্ট বুঝতে পেরেছে গিনি ভালো নেই।

Advertisements

Icche Putul New Promo

Icche Putul

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া প্রোমো, যেখানে দেখা যাচ্ছে গিনির কাছ থেকে ময়ূরীর সম্পর্কে সকল সত্যি জানার পর মীনাক্ষী দেবী নিজের ভুল বুঝতে পেরে মেঘকে নীলের জীবনে ফিরিয়ে আনতে উদগ্রীব হয়ে ওঠে। মীনাক্ষী দেবীর অনুরোধেই নীলের সঙ্গে নতুন জীবন শুরু করতে রাজি হয় মেঘ। দেখা যায় বিয়ের মণ্ডপে নীল ও মেঘের মালাবদলের সময়ে সেখানে উপস্থিত হয়ে ময়ূরী চিৎকার করে জানিয়ে দেয় এই বিয়ে হতে পারেনা। মীনাক্ষী দেবী জানিয়ে দেন ময়ূরী যেন বিয়ের মন্ডপ থেকে চলে যায়। তাকে এই বাড়িতে সে আর দেখতে চায়না।

দুর্ধর্ষ এপিসোড! ময়ূরী ও নীলের বিয়ের মন্ডপেই নিজের কুকীর্তি স্বীকার করল রূপ

Icche Putul

যদিও এখনও পর্যন্ত এমন কোনো ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজগুলির তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। আসল সত্যি জানার পর যদি সত্যি ময়ূরীকে এইভাবেই গাঙ্গুলী বাড়ি থেকে বের করে দেন মীনাক্ষী দেবী তবে কেমন লাগবে দর্শকদের!

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles