বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: গল্পে নতুন মোড়! রূপকে পুলিশের হাতে তুলে দিয়ে মেঘের পাশে দাঁড়াল নীল, প্রকাশ্যে ধারাবাহিকের নয়া প্রোমো 

চলতি সপ্তাহতেই টিআরপি তালিকার এক থেকে দশের মধ্যে নিজের স্থান অর্জন করেছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি।

Advertisements

Icche Putul: ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকটি। স্লট বদল বা সম্প্রচারের দিন কমলেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। চলতি সপ্তাহতেই টিআরপি তালিকার এক থেকে দশের মধ্যে নিজের স্থান অর্জন করেছে এই ধারাবাহিক। বর্তমানে গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে একটি পর্ব মিস করতে রাজি নন দর্শকবৃন্দ।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে রূপের দ্বারা অত্যাচারের শিকার হয়েছে গিনি। রূপের মাও তাকে এক প্রকার মানসিক অত্যাচার করছে। শেষ পর্বে দেখা গিয়েছে গিনিকে বিয়ে করার আসল কারণ জানিয়ে দেয় রূপ। এরপরই তাকে নিয়ে একটি পার্টির উদ্দেশ্যে রওনা হয় রূপ। রাস্তায় একটি ফুলের দোকানে আচমকা গিনির দেখা হয় মেঘের সঙ্গে। মেঘ গিনিকে দেখে বুঝতে পারে রূপ তার উপর অত্যাচার শুরু করেছে। গিনির জন্য খারাপ লাগে মেঘের। অন্যদিকে দেখা যায় মেঘ দশ হাজার টাকা নেওয়ার কারণ জানায় তার বাপিকে। নীলের ব্যাপারে নেওয়া সিদ্ধান্ত নিয়ে মনের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে মেঘের।

গল্পে নয়া মোড়! পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই রূপকে থাপ্পড় মারল গিনি 

Icche Putul New Promo

Advertisements

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে রূপ গিনির ওপর অত্যাচার করছে। এমন সময় তাদের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হয়েছে মেঘ। মেঘ এসে গিনিকে ছেড়ে দেওয়ার কথা বলে রূপকে। গিনি রূপের হাত ছেড়ে মেঘের কাছে চলে এলে রূপ তাদের দুজনের উপর চড়াও হতে যায়। এমন সময় পুলিশ অফিসার হাত ধরে রূপের এবং গিনি ও মেঘের পাশে এসে দাঁড়ায় নীল। তবে কি এইবার রূপকে পুলিশের হাতে তুলে দিয়ে গিনিকে উদ্ধার করবে মেঘ! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles