Icche Putul: গিনির মুখে সত্যি শুনে ময়ূরীকে থাপ্পড় মেরে মেঘকে বরণ করে ঘরে তুললেন মীনাক্ষী দেবী, প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির তালিকায় পাকাপাকি জায়গা করে নিয়েছে নবাগত ধারাবাহিক 'ইচ্ছে পুতুল (Icche Putul)'।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির তালিকায় পাকাপাকি জায়গা করে নিয়েছে নবাগত ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও বলে বলে ছক্কা হাঁকাচ্ছে এই ধারাবাহিক। নিত্য দর্শকরা সকলেই জানেন যত ডিভোর্সের দিন এগিয়ে আসছে ততই মেঘের কাছে ফিরতে মরিয়া হতে উঠছে নীল। অন্যদিকে নিজের ভুল সিদ্ধান্তে রূপের মতো লম্পট ছেলেকে বিয়ে করে প্রতি পদক্ষেপে অত্যাচারিত হচ্ছে গিনি।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, অত্যাচারের সকল সীমা পার করে গিনিকে হাতপা বেঁধে স্টোর রুমে ফেলে রাখে রূপ। জল পর্যন্ত তাকে দেয়না সে। এদিকে গিনিকে নিয়ে খারাপ স্বপ্ন দেখার পর থেকেই অস্থির হয়ে উঠে মেঘের মন। সে একবার গিনির খোঁজ নেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। অন্যদিকে মেঘের প্রতি নিজের ভালোবাসা বুঝতে পেরে ময়ূরীকে নীল জানিয়ে দেয় যে সে মেঘ ছাড়া কাউকে নিজের জীবনে মানতে পারবে না এমনকি মেঘের জায়গা সে কাউকেই দিতে পারবে না। এরপরই ময়ূরী নীলকে একটি ভিডিও দেখায় যেখানে নেশাগ্রস্থ অবস্থায় নীল তাকে ভালোবাসার কথা জানাচ্ছে। ধারাবাহিকের শেষ পর্বে দেখা যাবে গিনিকে নিয়ে সংশয়ের মাঝেই রূপকে অন্য মেয়ের সঙ্গে দেখতে পায় মেঘ। এরপরই তার মন আরও অস্থির হয়ে ওঠে এবং নীলকে ফোন করে মেঘ সবটা জানায় এমনকি গিনির গায়ে যে ক্ষত চিহ্ন দেখেছিল তাও নীলকে বলে মেঘ।
মোড় ঘোরানো পর্ব! বর্ষার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লো পর্ণার ভাই
Icche Putul New Promo
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের ধামাকাদার প্রোমো। যেখানে দেখা যাচ্ছে গাঙ্গুলী বাড়ির সকল সদস্যের সামনে গিনি ময়ূরীকে বলছে সে শুধু তার জীবন নষ্ট করেছে এমন নয় মেঘ ও নীলের জীবনটাও সে নষ্ট করেছে। ময়ূরী নিজেকে বাঁচাতে জোর গলায় বলতে থাকে গিনি মিথ্যা কথা বলছে সে এমন কিছুই করেনি কিন্তু মীনাক্ষী দেবী আর তার কথা বিশ্বাস করে না সে ময়ূরীকে সকলের সামনে থাপ্পড় মারে।
এরপরই দেখা যায় মেঘকে বরণ করে ঘরে তুলে মীনাক্ষী দেবী বলছেন তিনি তার সব ভুল সংশোধন করে নিলেন। মেঘও তাকে জানায় সে শুনে এসছে সবসময় সত্যেরই জয় হয়। তবে কী এইবার সব সত্যি সামনে আসার পালা! সব সত্যি জানতে পেরে ময়ূরী ও রূপকে কী একসঙ্গে পুলিশে দেবে গাঙ্গুলী বাড়ির সকলে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি