বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: এক হল মেঘ-নীল! ময়ুরীর হাত থেকে মেঘকে বাঁচালো নীল, দুর্ধর্ষ প্রোমো

ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ইচ্ছে পুতুল ধারাবাহিকের প্রতিটি পর্ব।

Advertisements

Icche Putul: সম্প্রতি একের পর এক দুর্ধর্ষ পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকটি। ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। আপাতত গল্প আবর্তিত হচ্ছে মেঘ ও নীলের সম্পর্ককে কেন্দ্র করে।

Icche Putul

Icche Putul Zee Bangla

ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন বহুদিন ধরে মেঘ ও নীলের সম্পর্কে চির ধরেছিল ময়ূরী ও রূপের নোংরা চক্রান্তের জন্য। তবে এখন সত্যিটা সামনে আসতে নীলের সঙ্গে তার পরিবারের সকলে নিজেদের ভুল বুঝতে পেরে মেঘকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে এমনকি নীলও জানিয়ে দিয়েছে সে মেঘকে ডিভোর্স দিতে চায় না বরং নতুন করে আবার জীবন শুরু করতে চায়। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় রয়েছে মেঘ।

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে রূপ ও গিনির কেস কোর্টে উঠলে সাক্ষী হিসাবে গিনির পাশে দাঁড়ায় মেঘ। রূপের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তদন্ত সম্পূর্ণ না হওয়ায় কোর্টের নির্দেশে জামিন পেয়ে যায় রূপ। জেল থেকে ছাড়া পেয়ে গিনিকে পাগল প্রমাণ করতে সে উঠে পড়ে লাগে।

Advertisements

কাছাকাছি নীল ও মেঘ! রূপের গুন্ডাদের দ্বারা নীল আহত হলে তাকে বাড়ি নিয়ে এসে ব্যান্ডেজ করে দিল মেঘ

Icche Putul New Promo

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে দীপাবলিতে সুন্দর করে প্রদীপ জ্বালাচ্ছে মেঘ। মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীল। ঠিক এমন সময় সেখানে এসে ময়ূরী মেঘের জ্বালানো প্রদীপগুলো নেভানোর চেষ্টা করে। কিন্তু হাত দিয়ে প্রদীপগুলিকে আগলে নিয়ে নিভে যাওয়ার হাত থেকে বাঁচায় নীল। নীল আবারও মেঘের কাছাকাছি দেখে রেগে যায় ময়ূরী। এই প্রোমো দেখে বোঝাই যাচ্ছে যে খুব শীঘ্রই মিল হবে মেঘ ও নীলের।

যদিও এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোনো প্রোমো প্রকাশ্যে আসেনি। ইউটিউবের একটি ফ্যান পেজ থেকে প্রোমোটি আপলোড করা হয়েছে। তবে সত্যি যদি দীপাবলিতেই নীল ও মেঘের মধ্যে সব দূরত্ব ঘুচে গিয়ে এক হয় তারা তবে কেমন লাগবে দর্শকদের!

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles