Icche Putul: উল্টো চাল, মেঘকে শিক্ষা দিতে গিয়ে নিজেই বিপাকে পড়লো নীল! প্রকাশ্যে টানটান পর্ব
বর্তমানে ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা। '

Icche Putul: বর্তমানে ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা। ‘ইচ্ছে পুতুল’ ভক্তরা সকলেই চাইছেন ময়ূরীর নোংরা চক্রান্ত সামনে এসে মেঘ ও নীলের সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হোক কিন্তু আদৌ তা হবে কিনা কেউই জানেন না।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন গাঙ্গুলি বাড়িতে আবারো নিজেকে নির্দোষ প্রমাণ করে মেঘকে অপদস্ত করেছে ময়ূরী। সে সবাইকে জানিয়েছে নিজের প্রাণ রক্ষার্থে নীলের কাছে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছে সে। তার এই কথাকে অন্ধের মত বিশ্বাস করেছে সকলেই। এরপরই নীলের মা মীনাক্ষী দেবী ময়ূরীর সঙ্গে মিলের বিয়ের প্রস্তাব দেয় এবং শেষ পর্যন্ত ময়ূরীকে বিয়ে করতে রাজিও হয়ে যায় নীল। এমনকি সেই কথা সে মেঘকে জানিয়েও দিয়েছে। ময়ূরীও মনে মনে খুশি হয়েছে নীলের এই সিদ্ধান্তে। মেঘও নীলকে শুভেচ্ছা বার্তা দিয়ে জানিয়েছে সে দাঁড়িয়ে থেকে তাদের দুজনের বিয়ে দেবে। মুখে এই কথা বললেও মনে মনে কষ্ট পেতে থাকে মেঘ। তার কষ্ট বুঝতে পারে একমাত্র তার বাবা।
Icche Putul Zee Bangla
সম্প্রতি ধারাবাহিকের টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, গিনি ও রুপের বিয়ের পাশাপাশি গাঙ্গুলী বাড়িতে নীল এবং ময়ূরীর বিয়ের শুরু হয়েছে। কিন্তু ময়ূরীর বাবা নীল ও ময়ূরীর এই বিয়েকে কোনো মতেই মেনে নিতে চাইছেন না। অনিন্দ্য বাবু তার স্ত্রীকে জানান মেঘের উপর প্রতিশোধ নিতে গিয়ে ময়ূরী নীলকে বিয়ে করছে, এই বিয়েতে কি সে সুখী হবে! এর উত্তরে ময়ূরীর মা জানান হ্যাঁ হবে। এরপরই নীলকে ডেকে পাঠায় অনিন্দ্য বাবু। তিনি নীলকে জানান ময়ূরীর সঙ্গে বিয়ে করে সে সুখে থাকতে পারবে না। সে মেঘকে চিনতে ভুল করছে এবং তার এই নড়বড়ে ব্যক্তিত্বের জন্য একদিন তাকে মাশুল গুনতে হবে। তিনি নীলকে বলেন, এক সময় মেঘের সম্পর্কে সে যে কথাগুলি তাকে বলেছিল এখন সেই কথা ময়ূরী সম্পর্কে বলছে। কিন্তু নীল সাফ জানায় সে মেঘকে আজই ডিভোর্স দিতে চায়।
এরপরই শপিংয়ে যাওয়ার জন্য নীলকে ফোন করে ময়ূরী এবং বাড়িতেও মেঘের সামনে তার মাকে বলে যে, সে নীলের সঙ্গে শপিংয়ে যাচ্ছে এবং রাতে ডিনার করে ফিরবে। এরপরই সে মেঘকে সরি বলে, মেঘ জানায় সে কিছুই বলবে না তার যা ইচ্ছে হয় করুক। অন্যদিকে কলেজে মেঘের বান্ধবী তাকে নীলের ক্লাস না করার কারণ জিজ্ঞেস করলে সে জানায়, তাদের ডিভোর্স ফাইল পিটিশন করা হয়েছে। এরপরই মেঘের সামনে উপস্থিত হয় নীল ও ময়ূরী দুজনেই। এরপর মেঘের সামনে দিয়েই শপিং এর জন্য বেরিয়ে যায় নীল ও ময়ূরী।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের নতুন পর্ব, যেখানে দেখা গিয়েছে যে শপিংমলে নীল ও ময়ূরী গেছে সেখানেই জিষ্ণুর সঙ্গে শপিং করতে গেছে মেঘও। এরপর হঠাৎই নীল ও ময়ূরীর সঙ্গে দেখা হয় মেঘ ও জিষ্ণুর। মেঘের সঙ্গে জিষ্ণুকে দেখতে পেয়ে বেজায় চটে যায় নীল।
এই তবে এই পর্বটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশে আনা হয়নি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফ্যান পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। তবে কি এই রাগ-অভিমানই নীল ও মেঘকে এক করবে! নাকি বরাবরের মতো আলাদা হবে তারা! আসলে এরপর ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেবে, আদৌ নীল ও ময়ূরীর বিয়ে হবে নাকি সমস্ত সত্য সামনে এসে আবার এক হবে নীল ও মেঘ! আপাতত এই নিয়ে সংশয় রয়েছেন দর্শকরা। আগামী দিনগুলিতে ধারাবাহিকের গল্প কোন খাতে বইতে চলেছে তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি