Icche Putul: খবরদার! গিনিকে চড় মারতে গেলে রূপের হাত ধরলো জেঠিমনি, প্রকাশ্যে ধারাবাহিকের ধুন্ধমার পর্ব
ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকছে নিত্য নতুন চমক।

Icche Putul: যত সময় এগোচ্ছে ততই দর্শক মনে পাকাপাকি জায়গা করে নিচ্ছে জি বাংলার (Zee Bangla) মেগা ইচ্ছে পুতুল (Icche Putul)। ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকছে নিত্য নতুন চমক। তাই একটি এপিসোডও মিস করি চাইছেন না কেউই।
Icche Putul Zee Bangla
নিত্য দর্শকরা সকলেই জানেন, রূপের সঙ্গে বিয়ে হয়ে সান্যাল বাড়িতে পা দিয়েছে গিনি। কিন্তু শশুরবাড়িতে যাওয়ার পর থেকে কোনো আত্মীয়-স্বজন বা পাড়া প্রতিবেশীদের দেখতে না পাওয়ায় সন্দেহ জেগেছে তার মনে। এরপর রূপের সারা রাত বাড়ি না ফেরা বা তার মায়ের আচরণ সবটাই গোলমেলে লাগে গিনির। এরপরই ভাত কাপড়ের অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সকলের সামনে গিনিকে অপমান করে রূপ। এমনকি ভাত কাপড়ের থালা গিনির হাতে তুলে না দিয়ে ইচ্ছাকৃত মাটিতে ফেলে দেয় সে। গিনি স্পষ্ট বুঝতে পারে সে মস্ত বড় ভুল করেছে রূপকে বিয়ে করে। সে সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে আসবে। এদিকে মিনি চিন্তা করতে থাকে গিনির জন্য। রুপ গিনির সঙ্গে কথা বলতে তার ঘরে এলে গিনি কোনো কথা বলতে চায়না বরং সে তাকে দু চার কথা শুনিয়ে দেয়।
‘আমি মরে যেতে চাই’! রূপের আসল চরিত্র দেখে আত্মহত্যা করতে গেল গিনি, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব, যেখানে দেখা যাবে গিনির কথায় ক্ষিপ্ত হয়ে তাকে মারতে গেলে তার হাত ধরে মীনাক্ষী দেবী। তাকে দেখে রীতিমতো চমকে ওঠে রূপ। এরপরই মীনাক্ষী দেবী চেঁচামেচি করলে রূপ জানায় এটা ভদ্র লোকের বাড়ি মীনাক্ষী দেবী বলেন কেমন ভদ্রলোকের বাড়ি তা তো দেখতেই পাচ্ছি! সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন শালিনী দেবী ওরফে রূপের মা। মীনাক্ষী দেবী রূপের আচরণ দেখে সুকান্ত বাবুকে ডাকতে বললে শালিনী দেবী জানান তাকে কিছু বলার দরকার নেই রূপকে সে এই কাজের জন্য কঠিন শাস্তি দেবে। গিনি ও মীনাক্ষীর সামনেই রূপকে কথা শোনায় মীনাক্ষী দেবী। কিন্তু তাদের কোনো কথাতেই মন গলে না মীনাক্ষী দেবীর। সে গিনিকে বলে ব্যাগ গুছিয়ে নিতে শালিনী দেবী রূপকে ক্ষমা চাইতে বলে গিনির কাছে। তবে কি রূপ ক্ষমা চেয়ে গিনিকে নিজের কাছে রাখতে পারবে? রূপের আসল রূপ জানতে পেরে মীনাক্ষী দেবীই বা কি করবে ! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি