Icche Putul: ‘আমার জীবন নষ্ট হয়ে গিয়েছে জেঠিমনি’! দ্বিরাগমনে বাড়ির সকলের সামনে রূপের পর্দা ফাঁস করল গিনি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
যত সময় অতিবাহিত হচ্ছে ততই দর্শকের মনে জায়গা করে নিচ্ছে জি বাংলার মেগা ইচ্ছে পুতুল

Icche Putul: যত সময় অতিবাহিত হচ্ছে ততই দর্শকের মনে জায়গা করে নিচ্ছে জি বাংলার মেগা ইচ্ছে পুতুল (Icche Putul)। ধারাবাহিকটি সম্প্রচারের পর থেকে কিছু কটাক্ষের মুখোমুখি হলেও বর্তমানে সেইসব অতীত। বর্তমানে গল্পের নায়িকা মেঘের প্রতিবাদী রূপ বেশ পছন্দ করেছেন দর্শক।
Icche Putul Zee Bangla
নিত্য দর্শকরা সকলেই জানেন ইতিমধ্যে গিনি বিয়ে করে শশুরবাড়ি চলে গিয়েছে। যে স্বপ্ন নিয়ে সে রূপকে বিয়ে করেছে সেই স্বপ্ন যে তার অধরাই থেকে যাবে তার পুরো আঁচ সে এখনো পায়নি। তবে গিনি বাড়িতে পা দিতে না দিতেই রূপের বাবা গিনির সঙ্গে কিছু আলোচনা সেরে ফেলেছেন রূপের ব্যপারে। তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন রূপ গিনিকে তার ব্যাপারে কোন সত্যি কথাই বলেনি। গিনির কথার পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন রূপের হাত খরচ বন্ধ তবে কোম্পানির একজন কর্মচারী হিসেবে সে যতটুকু আয় করবে তেমনই পারিশ্রমিক পাবে। এই কথা শুনে বেজায় চটেছে রূপ সে তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে কোন কাছে করতে পারবে না এবং হাত খরচ না পেলে সে গিনিকে বউ বলেও মানবে না। এদিকে ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে জিষ্ণুকে নিয়ে গানের রেওয়াজ করতে মেঘ নিজের বাড়ি আসে। এই কথা কায়দা করে ময়ূরী জানিয়ে দেয় নীলকে।
ছিঃ রূপ, তুমি এইরকম! টাকা দিতে অস্বীকার করায় গিনির গলায় ছুরি ধরল রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
Icche Putul New Episode
এইসবের মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে দ্বিরাগমনে রূপকে ছাড়াই গিনি উপস্থিত হয়েছে গাঙ্গুলি পরিবারে। তাকে একা দেখে চমকে উঠেছে বাড়ির সকলেই। মিনি গিনিকে জিজ্ঞাস করছে রূপ তাকে কিছু বলেছে কিনা। এদিকে নীল ময়ূরীর কথায় কোনরকম রিয়্যাক্ট না করে উপস্থিত হয়েছে মেঘেদের বাড়িতে। ঠান্ডা মাথায় অনিন্দ্য বাবুর সঙ্গে কথা বলে মেঘ ও জিষ্ণুর সঙ্গে দেখা না করে সে ফিরে গিয়েছে বাড়িতে। নীলের এহেন আচরণে মনে মনে হতাশ হয়েছে ময়ূরী। বাড়িতে ফিরে গিনির চোখে জল দেখে কষ্ট হয় নীলের। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে ময়ূরী কিন্তু সুযোগ বুঝে রূপকে মেসেজ করে রেখেছে। তবে কি এইবার গিনি বাড়ির সবাইকে সবটা বলে দেবে নাকি ময়ূরীর মেসেজ পেয়ে ছুটে আসবে রূপ? আদৌ কি পর্দা ফাঁস হবে ময়ূরী ও রূপের! কোন দিকে মোড় নেবে গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি