বিনোদন দুনিয়া

Icche Putul: পুড়লো মেঘের কপাল! বেহুঁস অবস্থায় ময়ূরীকে কাছে টেনে নিল নীল, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব 

আপাতত গল্প মোড় নিয়েছে অন্যদিকে।

Advertisements

Icche Putul: বর্তমানে দর্শক মহলে জি বাংলার (Zee Bangla) মেগা ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের ক্রেজ তুঙ্গে। নিয়মিত দর্শকরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে রূপ ও ময়ূরীর চক্রান্ত ফাঁস হয়ে নীল ও মেঘের পুনর্মিলনের জন্য। আপাতত গল্প মোড় নিয়েছে অন্যদিকে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে রূপের সঙ্গে বিয়ে হয়ে সান্যাল বাড়িতে পৌঁছে গিয়েছে গিনি। এদিকে গিনির বিয়ের পর থেকেই নীলকে বিয়ে করার জন্য উঠেপড়ে লেগেছে ময়ুরী। সে চাইছে রূপের আসল পর্দা সকলের সামনে ফাঁস হওয়ার আগেই নীলকে বিয়ে করতে। তাই সে নীলকে বলেছে তাদের ডিভোর্স হয়ে গেলেই সে যেন ময়ূরীকে বিয়েটা করে নেয়। এদিকে আস্তে আস্তে রূপের আসল রূপ চলে আসছে গিনির সামনে। গিনি বুঝতে পারছে রূপ ভালো ছেলে নয়। এইসবের মাঝে মেঘ ও নীলের ডিভোর্সের দিনক্ষণ পাকা হয়ে গিয়েছে। এখন বাকি একটা সই। তারপরই আলাদা হয়ে যাবে মেঘ ও নীলের পথ। কিন্তু নীল এখনো মেঘকেই ভালোবাসে। মেঘের উপর রাগ করে বিয়েতে রাজি হলেও সে মেঘের জন্য সর্বদাই মনে মনে কষ্ট পেতে থাকে। মেঘও মনে মনে ভাবতে থাকে নীল তাকে ভুল না বুঝলে আজ তাদের সুখী সংসার হতে পারত।

Icche Putul New Episode

Icche Putul: পুড়লো মেঘের কপাল! বেহুঁস অবস্থায় ময়ূরীকে কাছে টেনে নিল নীল, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব 

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব যেখানে দেখা যাবে মেঘের কষ্টে মদ খেয়ে গাঙ্গুলী বাড়িতে ফিরেছে নীল। তার এই অবস্থা দেখে অসন্তুষ্ট হয়েছেন বাড়ির প্রত্যেক সদস্য। এরপর মীনাক্ষী দেবী নীলকে তার ঘরে চলে যেতে বলে ঠিক সেই সময়ই বাড়িতে আসে ময়ূরী। সে এসে নীলের খোঁজ করতে থাকলে মীনাক্ষী দেবী বলে সে ঘরে আছে। এরপরই ময়ূরী নীলের ঘরে গেলে তাকে মেঘ ভেবে কাছে টেনে নেয় নীল।

গল্পে নতুন মোড়! ডিভোর্সের বদলে মেঘ ও নীলকে তিন মাস একসঙ্গে থাকার নির্দেশ দিল কোর্ট, প্রকাশ্যে ধামাকাধার পর্ব

Icche Putul

তবে না চ্যানেল কর্তপক্ষের তরফে এমন কোনো ভিডিও প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার একটি ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। আদৌ এমন কোনো ঘটনা ঘটবে কিনা! বা ঘটলেও তারপর গল্প কোনদিকে মোড় নেবে তা এখন ভবিষ্যতের গর্ভে। আপাতত গিনি কবে গাঙ্গুলী বাড়ির সকলের কাছে রুপের পর্দা ফাঁস করে ময়ূরীকে মিথ্যাবাদী প্রমাণ করবে সেই অপেক্ষায় আছে দর্শক। আগামী পর্বগুলিতে গল্প কোন দিকে মোড় নেবে তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles