Icche Putul: ‘মেঘ আমার বোনের মতো’! নীল ও মেঘকে কাছাকাছি আনার উদ্যোগ নিল জিষ্ণু, প্রকাশের মোড় ঘোরানো পর্ব
সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) একটি চর্চিত ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। বেশ কয়েক মাসের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে। আপাতত ধারাবাহিকের গল্প আবর্তিত হচ্ছে মেঘ ও নীলের সম্পর্কে টানাপড়েন এনোমজ রূপ ও গিনির বিয়েকে কেন্দ্র করে।
Icche Putul Zee Bangla
নিয়মিত দর্শকরা সকলেই জানেন, ইতিমধ্যে রূপের সঙ্গে বিয়ে হয়ে সান্যাল বাড়িতে চলে এসেছে গিনি। কিন্তু তারপর থেকেই রূপের আচরণে অসংলগ্নতা লক্ষ করেছে সে। এমনকি রূপ যে নিত্য বাড়ির বাইরে রাত কাটায় বা মদ খেয়ে বাড়ি ফেরে তাও সে জেনে গিয়েছে। অন্যদিকে ময়ূরী উঠেপড়ে লেগেছে নীলকে বিয়ে করার জন্য। সে ঠিক করেছে রূপের আসল চরিত্র সকলের সামনে আসার আগেই সে বিয়ে করবে নীলকে। মেঘের সঙ্গে ডিভোর্স হলেই সে নীলের সঙ্গে রেজিস্ট্রি সারবে এমনটাই কল্পনা করেছে সে। এদিকে মেঘ ও নীলের ডিভোর্সের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যে। এরপরই নীল ও মেঘ মুখোমুখি হলে আবেগপ্রবণ হয়ে পড়ে তারা। এমনকি নীল মেঘকে গিনির বিয়ের রাতের আচরণ নিয়ে ক্ষমা চায় এবং আবার নতুন করে সব কিছু শুরু করার কথাও বলে। কিন্তু নীলের কথায় রাজি না হয়ে সেখান থেকে চলে যায় মেঘ। এরপর নিজের অনুষ্ঠানের জায়গায় সে চলে যায় এবং সেখানে জিষ্ণুর সঙ্গে তার কথাবার্তা চলতে থাকে। জিষ্ণু বুঝতে পারে ডিভোর্স নিয়ে মেঘের মনটা খারাপ সে এখনো ভালোবাসে নীলকে। তাকে ছেড়ে জীবন কাটাতে কষ্ট হচ্ছে তার। মেঘের কথা শুনে নিজের মন বদলায় জিষ্ণু।
ভুলের মাশুল দিল গিনি! ফুলশয্যার রাতে গিনির ওপর নির্মম অত্যাচার করলো রূপ, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব, যেখানে দেখা যাবে জিষ্ণু নীলের কাছে এসে জানিয়ে দেয় মেঘ তাকে দাদা বলে ডেকেছে তাই সে মেঘের দাদা ব্যতীত কিছুই না। নীল ভাবতে থাকে এই কথা কেন মেঘ তাকে বলেনি যে জিষ্ণু শুধুই মেঘের দাদা। জিষ্ণু নীলকে জানায় সব কিছু বলার আগেই তাদের সামনে এমন কালো পর্দা পরে যায় যার কারনে কিছুই আর জানানো হয়না। জিষ্ণু জানিয়ে দেয় মেঘ এখনও তাকে ভালোবাসে এবং নীলও যে মেঘকে ভালোবাসে সেটা সে বুঝতে পারে। এরপরই সেখানে ময়ূরী এসে নীলকে বেরোনোর জন্য বলে! তবে এইবার কি করবে নীল? ফিরে যাবে মেঘের কাছে ! নাকি গিনির কাছে সব সত্যি জেনে ময়ূরীর সঙ্গে বিয়ে ভেঙে দেবে সে! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি