Icche Putul: সব সীমা পার! গিনিকে অত্যাচার করতে গেলে মিনির হাতে ধরা পড়ে রূপ, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব
সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। প্রতি পর্বে একের পর এক নতুন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে। আপাতত সকল দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে রূপ ও ময়ূরীর আসল চক্রান্ত সবার সামনে আসবে!
Icche Putul
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, বিয়ের পর থেকেই রূপের অবহেলার শিকার হয়েছে গিনি। বিয়ের পরদিন থেকেই গিনির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রূপ। গিনির মনে রূপ ও তার মায়ের আচরণ নিয়ে সন্দেহ জন্মায়। রূপের মা গিনিকে জানিয়ে দেয় সে যেন কোনোভাবেই রূপকে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন না করে। গিনির সব সন্দেহ সত্যি হয় ভাত কাপড়ের অনুষ্ঠানে। সারা রাত বাইরে কাটিয়ে মদ্যপ অবস্থায় ভাত কাপড়ের অনুষ্ঠানে উপস্থিত হয় রূপ। এরপর গিনির হাতে সে এমন ভাবে ভাতকাপড় দেয় যে থালা সমেত সব পড়ে যায় মাটিতে। গিনি কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে এবং ঠিক করে সে নিজের বাড়ি ফিরে যাবে।
খবরদার! গিনিকে চড় মারতে গেলে রূপের হাত ধরলো জেঠিমনি, প্রকাশ্যে ধারাবাহিকের ধুন্ধমার পর্ব
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে, রূপ গিনির সঙ্গে কথা বলতে তার ঘরে আসে। কিন্তু গিনি কিছুতেই রূপের সঙ্গে কথা বলতে চায়না। উপরন্তু সে রূপকে অনেক কথাই শুনিয়ে দেয়। গিনির কথায় ক্ষেপে গিয়ে তাকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকে রূপ শুধু তাই নয় ছুরি নিয়ে সে এগিয়ে যায় গিনির দিকে। এদিকে গিনির জন্য চিন্তা করতে করতে মিনি উপস্থিত হয় সান্যাল বাড়িতে। গিনির ঘরে ঢুকে এমন দৃশ্য দেখেই চমকে যায় মিনি। নিজের ফোনে রূপের সব কীর্তি প্রমাণ হিসাবে রেকর্ড করে মিনি। তবে কি এইবার গাঙ্গুলী বাড়ির সবাইকে রূপের আসল রূপ দেখিয়ে পুলিশের হাতে তুলে দেবে মিনি? মেঘ যে সত্যি কথাই বলেছিল এইবার কি বুঝবে সকলে! যদি সত্যিই এমনটা ঘটে তবে কেমন লাগবে দর্শকদের!
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি