বিনোদন দুনিয়া

Icche Putul: সব সীমা পার! এইবার গিনির মুখের ওপর ভাত কাপড়ের থালা ছুড়ে মারলো রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকছে একের পর এক চমক।

Advertisements

Icche Putul: জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিক নিয়ে মানুষের আগ্রহ দিনদিন বেড়েই চলেছে। টিআরপি তালিকায় সেইভাবে জায়গা করে নিতে না পারলেও দর্শকের মনে পাকাপাকিভাবে জায়গা দখল করেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকছে একের পর এক চমক। ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন ইতিমধ্যেই বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গিয়েছে গিনি। রূপের সঙ্গে বিয়ে হওয়ায় আনন্দে আত্মহারা থাকলেও শ্বশুরবাড়িতে পা দেওয়ার পরেই রূপের আচরণে অসংলগ্নতা লক্ষ্য করে গিনি।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

এদিকে বাড়িতে বিয়ে করে আসতে না আসতেই রূপের বাবা ডেকে পাঠায় গিনিকে। গিনির সঙ্গে কথা বলে সুকান্তবাবু স্পষ্ট বুঝতে পারে রুপ তাকে তার সম্বন্ধে সবটাই মিথ্যা বলেছে। গিনি আদতেও রূপের ব্যাপারে কোনো সত্যই জানে না। এরপরই সুকান্তবাবু সিদ্ধান্ত নেয় রূপকে সে আর কোন হাত খরচ দেবে না বরং তার কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে রূপ যেটুকু কাজ করবে তার বিনিময়ে পারিশ্রমিক পাবে সে। এই কথা শুনে বেজায় চটেছে রূপ। সে তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে কোন কাজ করতে পারবে না। যদি তার বাবা শর্ত লংঘন করে তবে সে গিনিকে তার বউ হিসাবে কখনোই মেনে নেবে না।

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এইসবের মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব। যেখানে দেখা যাবে, বৌভাতের দিন ভাতকাপড়ের অনুষ্ঠানের আয়োজন করে রূপের মা। কিন্তু বাবার থেকে কোনো রকম টাকা না পাওয়ায় রাগে গিনির মুখের উপর ভাতের থালা ছুঁড়ে ফেলে রূপ। রূপের এই আচরণে মুখ চেপে কাঁদতে থাকে গিনি। সে মনে মনে ভাবতে থাকে তার বাড়ির লোককে ছাড়াই রূপের মা অনুষ্ঠান শুরু করে দিয়েছে তাছাড়া তার ভাত কাপড়ের অনুষ্ঠানে পাড়া-প্রতিবেশীরা কেউই আসেনি। এদিকে শালিনী রূপের এই আচরণের জন্য দায়ী করে গিনিকে। সে জানায় একমাত্র ছেলেকে তার বাবা বঞ্চিত করছে সব কিছু থেকে এটা ঠিক নয়।

‘গিনিকে বাড়ির কাজের লোক বানিয়ে রাখো’! আড়াল থেকে রূপ ও ময়ূরীর কথো শুনে মাথায় আকাশ ভাঙলো গিনির, ফাঁস দুর্ধর্ষ পর্ব

Icche Putul: সব সীমা পার! এইবার গিনির মুখের ওপর ভাত কাপড়ের থালা ছুড়ে মারলো রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

গিনি জানায়, বাবা তো রূপকে টাকা দেবে না এমন কথা বলেনি, রূপ কাজ করলেই টাকা পাবে আর ও তো এমনিতেও কাজ পাগল। সেই সময় শালিনী গিনিকে বলে রুপ কোনদিনও কোন কাজ করেনি।গিনি বুঝতে পারে রূপ তাকে সবটাই মিথ্যে বলেছে কিন্তু সে এখন কি করবে বুঝে উঠতে পারে না। এমন সময় রূপেদের বাড়িতে চলে আসে গাঙ্গুলি পরিবারে সদস্যরা। তবে এইবার কি করবে গিনি? সব সত্যি কথা কি বলে দেবে? বাড়ির সকলকে নাকি রূপের এই অত্যাচার মুখ বুজে সহ্য করবে সে! কোন দিকে মন নেবে ধারাবাহিকের গল্প জানতে হলে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles