বিনোদন দুনিয়া

Icche Putul: মোড় ঘোরানো এপিসোড! মেঘকে নিজের জীবনে ফিরে আসার অনুরোধ জানাল নীল 

বেঙ্গল টপার ধারাবাহিকের বিপরীতে থেকেও টিআরপি তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত করতে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে এই ধারাবাহিক।

Advertisements

Icche Putul: বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে জনপ্রিয়তা লাভ করেছে ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকটি। বেঙ্গল টপার ধারাবাহিকের বিপরীতে থেকেও টিআরপি তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত করতে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে এই ধারাবাহিক। কয়েক মাসের মধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে ধারাবাহিকে প্রতিটি চরিত্র বিশেষত গল্পের নায়িকা মেঘ। তার প্রতিবাদী চরিত্র বেশ নজর কেড়েছে দর্শকদের। ইদানিং গল্পে চলছে টানটান উত্তেজনা।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়ার পর্বে দেখা গিয়েছে, রূপের মতো একটি লম্পট ছেলেকে বিয়ে করে নিজের জীবনে চরম সর্বনাশ ডেকে এনেছে গিনি। প্রতি মুহূর্তে রূপের দ্বারা লাঞ্ছনা ও অত্যাচারের শিকার হতে হচ্ছে তাকে। তবুও বাড়ির কাউকেই সে কিছু জানাতে পারছে না। এদিকে শালিনী দেবী ওরফে রূপের মাও তার পক্ষেই কথা বলছে। গিনি বুঝতে পারছে না তার এখন ঠিক কি করনীয়! অন্যদিকে দেখা গিয়েছে মীনাক্ষী দেবী ইতিমধ্যেই ময়ূরী ও নীলের বিয়ের কথা জানিয়ে দিয়েছে মৌমিতা দেবীকে। সে জানায় মেঘ ও নীলের ডিভোর্সের পরেই সে ময়ূরীকে গাঙ্গুলী বাড়ির বউ করে নিয়ে যেতে চায়। ময়ূরীও কোনো সময় নষ্ট করতে চায়না। কারণ তাকে মেঘ জানিয়ে দিয়েছে যে এইবার গিনি রূপের ব্যাপারে সব সত্যি সবাইকে বলবে। যার কারণে ভয় পেয়েছে ময়ূরী।

Icche Putul New Episode

Icche Putul: মোড় ঘোরানো এপিসোড! মেঘকে নিজের জীবনে ফিরে আসার অনুরোধ জানাল নীল 

Advertisements

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে মৌমিতা দেবী ঠাকুর মশাইকে তাদের বাড়িতে ডেকে পাঠিয়েছে নীল ও ময়ূরীর আশীর্বাদের জন্য একটি ভালো দিন খুঁজে বার করতে। ঠাকুরমশাই জানান আট তারিখের আগেই একটি শুভ দিন আছে কিন্তু মধুমিতা দেবী জানিয়ে দেন আট তারিখের আগে কোনো ভাবেই দিন ঠিক করা যাবে না। এমন সময় সেখানে মেঘ চলে এলে ময়ূরী জানায় লুকিয়ে লুকিয়ে সবটা শুনবে বলেই আজ মেঘ দেরিতে ইউনিভার্সিটি যাচ্ছে। আসলে মেঘের ইউনিভার্সিটি রেজাল্ট বেরোনোর জন্য সে বাড়ি থেকে একটু দেরি করে বেরোবেই ঠিক করেছিল। মধুমিতা দেবী ময়ূরীকে থামিয়ে মেঘকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে জানিয়ে দেয় তার কিছুই করার নেই মেঘ কোনো প্রতিক্রিয়া না দিয়ে আসছি বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।

দূর্ধর্ষ এপিসোড! অষ্টমঙ্গলায় এসে মীনাক্ষী দেবীকে অপমান করল রূপ 

Icche Putul

অন্যদিকে দেখা যায় গিনিকে শালিনী দেবী জানিয়ে দেন রাতে তাদের বাড়িতে একটি অনুষ্ঠান আছে সেখানে তাকেও যেতে হবে কিন্তু গিনি জানিয়ে দেয় সে যাবে না। এদিকে দেখা যায় ইউনিভার্সিটি গিয়ে বন্ধুদের থেকে মেঘ জানতে পারে সে পরীক্ষায় রেকর্ড ব্রেক করেছে। নীল এই খুশির খবর মেঘকে দিতে চাইলেও নীলের থেকে শুনতে চায়নি সে। নীল মেঘের রেজাল্টে খুশি হয়ে মিষ্টি খাওয়ার জন্য দশ হাজার টাকা দিলে সেই টাকা নিজের বাবার থেকে নিয়ে নীলের ঘরে ফিরত দিয়ে আসে মেঘ। মেঘকে সে তার ঘরে কিছুক্ষণ বসতে অনেকবার অনুরোধ জানায়। শেষ পর্যন্ত নীলের কথায় মেঘ বসলে তার কাছে ক্ষমা চেয়ে আবারও তার জীবনে মেঘকে ফিরে আসার আর্জি জানায় নীল। মেঘের এই সাফল্যে খুশি হয়েই কি নীলের এমন সিদ্ধান্ত? নিজের ভুল বুঝে সত্যি কি আবারও মেঘকেই কাছে টেনে নেবে নীল? কি করবে এইবার ময়ূরী! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles