Icche Putul: শারীরিক অত্যাচারের শিকার গিনি! চুলের মুঠি ধরে গিনিকে বেধড়ক মার রূপের, প্রকাশ্যে চাঞ্চল্যকর পর্ব
বর্তমানে বেশ জমজমাট হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) 'ইচ্ছে পুতুল (Icche Putul)' ধারাবাহিকটি।

Icche Putul: বর্তমানে বেশ জমজমাট হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকটি। টিআরপি তালিকায় নিজের স্থান ধরে রাখতে সর্বদা চেষ্টা চালাচ্ছেন নির্মাতা। দর্শকদের জন্য প্রতি পর্বে থাকছে নিত্য নতুন চমক। ইদানিং গল্প আবার মোড় নিয়েছে অন্যদিকে। নিত্য দর্শকরা সকলেই জানেন ধীরে ধীরে মেঘের শূন্যতা অনুভব করতে পারছে নীল। মেঘকে ছাড়া সে থাকতে পারছে না। কখনো মেঘকে অনুরোধ করছে তার জীবনে ফিরে আসতে আবার কখনো বলছে বন্ধু হয়েই থেকে যেতে।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, ইউনিভার্সিটির পরীক্ষায় রেকর্ড ব্রেক করেছে মেঘ। মেঘের বন্ধুরা নীলের কাছ থেকে ট্রিট চাইলে তাদের দশ হাজার টাকা দেয় নীল। এমনকি নিজের ভুল বুঝতে পেরে মেঘকে তার জীবনে ফিরিয়ে আনতে উদগ্রীব হয়ে উঠেছে সে। অন্যদিকে দেখা যায় মেঘের সাফল্যে খুশি হয়ে তাকে একটি ফুলের তোরা দেওয়ার জন্য ফুলের দোকানে আসে মেঘ ও জিষ্ণু। আচমকাই গিনির সঙ্গে ধাক্কা লাগে মেঘের। গিনির ঘাড়ে গলায় অজস্র ক্ষত চিহ্ন দেখে মেঘ বুঝতে পারে সে ভালো নেই। রুপ বিয়ের কদিনের মধ্যেই তার আসল চেহারা দেখাতে শুরু করেছে গিনিকে।
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে রূপ গিনিকে জানিয়ে দেয় সে তার সঙ্গে একটি শর্তেই থাকবে যদি গিনি রূপের বাবার অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য তার বাবাকে রাজি করাতে পারে। গিনি জানিয়ে দেয় এমন কোনো কাজ সে করবে না। এমনকি গিনি বলে তার মতো লম্পট ছেলেকে কোনো বাবাই তার সম্পত্তি লিখে দিতে পারেনা। এরপরই গিনির উপর চড়াও হয় রূপ। সে চুলের মুঠি ধরে মারতে থাকে গিনিকে। এমনকি গিনি যাতে বাইরে কাউকে কিছু জানাতে না পারে তার জন্য তাকে হাত পা বেঁধে ঘরে ফেলে রাখে রূপ।
গল্পে নয়া মোড়! কোর্টের নির্দেশে হানিমুনে যাচ্ছে সৃজন ও পর্ণা, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
যদিও এই ভিডিওটি এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। তবে কী এইবার রূপের অত্যাচার সহ্য করতে না পেরে মেঘের শরণাপন্ন হবে গিনি? মেঘ কী রূপের হাত থেকে উদ্ধার করে গাঙ্গুলী বাড়িতে ফিরিয়ে দিতে পারবে! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি