Icche Putul: পর্দা ফাঁস! নীল ও ময়ূরীর আশীর্বাদের দিন নিজের মুখেই তার কুকীর্তির কথা সবটা স্বীকার করল রূপ, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
বর্তমানে সিরিয়ালের জগতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে জি বাংলার (Zee Bangla) 'ইচ্ছে পুতুল (Icche Putul)' ধারাবাহিকটি।

Icche Putul: বর্তমানে সিরিয়ালের জগতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকটি। ইদানিং প্রতিটি পর্বই বেশ জমজমাট হয়ে উঠেছে দর্শকদের কাছে। যার কারণে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা।
নিত্য দর্শকরা সকলেই জানেন গল্প এখন মোড় নিয়েছে সম্পূর্ণ অন্যদিকে। একদিকে নীলকে ছেড়ে মেঘ সফলতার চূড়ায় পৌঁছে গিয়েছে। অন্যদিকে রূপের দ্বারা অত্যাচারিত হচ্ছে গিনি। প্রতি পদে তার মনে হচ্ছে মেঘের বলা প্রতিটি কথা সত্যিই। সবাই তাকে সময় নিতে বললেও সে রূপের ব্যাপারে সময় নেয়নি বরং বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে রূপকে।
Icche Putul Zee Bangla
সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে রূপের সঙ্গে গিনি একটি পার্টিতে যাওয়ার সময় আচমকা তার সঙ্গে একটি ফুলের দোকানে ধাক্কা লাগে মেঘের। গিনির আচরণ বেশ অসংলগ্ন লাগে মেঘের। তার সঙ্গেই গিনির ঘাড়ে গলায় অজস্র ক্ষতচিহ্ন লক্ষ্য করে মেঘ। কিছু জিজ্ঞেস করার আগেই গিনি সেখান থেকে চলে যায়। মেঘ যদিও বুঝে গিয়েছে যে রূপ তার উপর অত্যাচার শুরু করেছে। অন্যদিকে মেঘ ও নীলের ডিভোর্সের পরেই নীলের সঙ্গে আশীর্বাদের তোড়জোড় শুরু করেছে ময়ূরী।
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব যেখানে দেখা যাবে নীল ও ময়ূরীর আশীর্বাদের দিনই মেঘ ও যীশু রূপকে নিয়ে হাজির হয় গাঙ্গুলী বাড়িতে। মেঘ ও জিষ্ণু রূপকে সবটা সত্যি বলতে বলে। এরপরই মেঘের চাপে রূপ সব সত্যি স্বীকার করতে বাধ্য হয়। সে জানিয়ে দেয় ময়ূরীর কথায় সে গিনির সঙ্গে ভালোবাসার মিথ্যে নাটক করেছে এবং তার বাবা যাতে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত না করে সেই কারণে বাধ্য হয়ে গিনিকে বিয়ে করেছে সে এবং ময়ূরীর কথাই সে মেঘের সঙ্গে অসভ্যতা করেছে, যাতে সবাই মেঘকে ভুল বোঝে। রূপের মুখে এইসব কথা শুনে ভয় পেয়ে যায় ময়ূরী। ময়ূরী রূপকে মারতে গেলে তার হাত ধরে মেঘ জানিয়ে দেয় সে অনেক দেরি করে ফেলেছে। অনেকবার সতর্ক করলেও সে কোনো কথা শোনেনি। তাই রূপের কথা সব সত্যি প্রমাণিত হলে আজ আর তাকে বাঁচানো সম্ভব নয়।
গল্পে নয়া মোড়! নীলকে হারিয়ে কঠিন সিদ্ধান্ত নিল ময়ূরী, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
যদিও এমন কোনো পর্ব চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনো প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। যদি সত্যিই ময়ূরী ও নীলের আশীর্বাদের দিন এমন ভাবেই রূপ নিজে সব সত্যিটা সকলের সামনে নিয়ে আসে তবে কেমন লাগবে দর্শকদের!
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি