বিনোদন দুনিয়া

Icche Putul: অপেক্ষার অবসান! অষ্টমঙ্গলাতে এসেই পর্দা ফাঁস হলো রূপের, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

ত্রিকোণ প্রেমের কাহিনীকে অবলম্বন করেই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প।

Advertisements

Icche Putul: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া নবাগত ধারাবাহিকগুলির মধ্যে ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ অন্যতম। দুই বোনের জীবন কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকের গল্প। তবে আপাতত ত্রিকোণ প্রেমের কাহিনীকে অবলম্বন করেই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। ইদানিং গল্পের প্রতি পর্বে থাকছে নিত্য নতুন চমক। যার কারণে দর্শকরা আরও আগ্রহী হয়ে পড়েছে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের নিত্য দর্শকরা সকলেই জানেন নিজের স্বার্থ চরিতার্থ করতেই রূপের সম্বন্ধে মিথ্যে কথা বলে যিনি সঙ্গে রূপের বিয়ে পাকা করেছে ময়ূরী। ময়ূরী কে অন্ধের মত বিশ্বাস করে গিনিও বিয়ে করেছে রূপের মত একটি লম্পট ছেলেকে। যার মাশুল হাড়ে হাড়ে গুনতে হচ্ছে তাকে। ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে বিয়ের পরদিন থেকেই গিনির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রূপ। রাত কাটিয়েছে তার প্রেমিকার সঙ্গে। এমনকি ভাত কাপড়ের অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় এসে সকলের সামনে গিনিকে অপমান করতেও পিছপা হয়নি সে। অত্যাচারের সব সীমা পার করে যায় ফুলশয্যার ঘরে। গিনিকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে রূপ। নিজের হাত খরচার জন্য বউয়ের সমস্ত গয়না ছিনিয়ে নেয় সে। গিনি শালিনী দেবী ওরফে রূপের মাকে সব কথা জানালেও শেষ স্পষ্ট জানিয়ে দেয় রূপের ব্যাপারে কোনো কথা সে শুনবে না। এরই মধ্যে গাঙ্গুলীবাড়ি থেকে অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য ফোন আসে রূপের ফোনে। সে তার মাকে ফোন দিলে গিনির মা গিনি ও রূপকে অষ্টমঙ্গলায় যেতে দেওয়ার অনুরোধ জানায়। শালিনী দেবী জানিয়ে দেন রুপ ও গিনি ঠিক সময় গাঙ্গুলি বাড়িতে পৌঁছে যাবে।

জেঠিমনির চোখ কপালে! অষ্টমঙ্গলায় রূপের কাণ্ড দেখে অবাক গাঙ্গুলী পরিবারের সদস্যরা, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব 

Icche Putul New Episode

Icche Putul: অপেক্ষার অবসান! অষ্টমঙ্গলাতে এসেই পর্দা ফাঁস হলো রূপের, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব যেখানে দেখা যাবে অষ্টমঙ্গলায় গাঙ্গুলী বাড়িতে আসে গিনি ও রূপ। জেঠি তাদের বরণ করে ঘরে তোলে। কিন্তু নিজের বাড়িতে এসেও সকলের মাঝে মনমরা হয়ে থাকে গিনি এমনকি মিনি তাকে এসে জড়িয়ে ধরলেও সে কোনো কথা বলে না। এরপরই দেখা যায় গিনির মা আশীর্বাদের সময় রূপকে বলে গিনিকে যেন সে ভালো রাখে। গিনি মনে মনে ভাবে রূপ যে তাকে কত ভালো রেখেছে সেই কথা একমাত্র সেই জানে। গিনি ভাবতে থাকে নিজের জীবনে যে সর্বনাশ সে ডেকে এনেছে তা এখন আর সে কাকেই বা জানাবে! তবে কী অষ্টমঙ্গলাতেই গিনির থেকে সব সত্যিটা জানতে পারবে গাঙ্গুলি বাড়ির সকলে নাকি রূপ তার ভালো ব্যবহারের দ্বারা আবারো মন জয় করবে সকলের! কোন খাতে বইবে ধারাবাহিকের গল্প জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles