Icche Putul: দুর্ধর্ষ এপিসোড! গিনিকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে হানিমুন করলো রূপ
ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে এগিয়ে চলেছে এই ধারাবাহিকটি।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে এগিয়ে চলেছে এই ধারাবাহিকটি। ইদানিং ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকছে টানটান উত্তেজনা। যার কারণে মানুষ আরও কৌতুহলী হয়ে উঠেছে এই ধারাবাহিকটি নিয়ে।
Icche Putul Zee Bangla
নিত্য দর্শকরা সকলেই জানেন বিয়ের পর থেকে কেমন ভাবে রূপের দ্বারা শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছে গাঙ্গুলী বাড়ির কন্যা গিনি। প্রতি ক্ষেত্রে তার মনে হচ্ছে মেঘের বলা প্রতিটি কথা সত্যি। সে নিজে তার জীবনে এত বড় ঝড় ডেকে এনেছে। রূপের এই অসভ্য আচরণ সে কিছুতেই সহ্য করতে পারছে না। ফুলসজ্জার রাতে মদ্যপ অবস্থায় গিনির উপর অত্যাচার করার পরে তার কাছে থেকে বিয়ের সব গয়না ছিনিয়ে নেয় রূপ। এই কথা রূপের বাবাকে জানাতে গেলে গিনির ফোন মাটিতে ফেলে ভেঙে দেয় রূপ। এত কিছুর পরেও শালিনী দেবী গিনিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে রূপের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করতে। প্রতি পদক্ষেপে সে রূপের কাজকে সমর্থন জানায়।
গল্পে নতুন মোড়! মেঘের সাহায্যে রূপকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল গিনি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে রূপ ও গিনির হানিমুনের জন্য রূপের বাবা টিকিটের বন্দোবস্ত করে দেয়। কিন্তু গিনির বদলে সেই টিকিটে অন্য মেয়েকে নিয়ে হানিমুন করতে যায় রূপ। এদিকে সবটা জেনেও শালিনী দেবীকে নিরব থাকতে দেখে অসহায় লাগে গিনির। এখন তার ঠিক কী করা উচিত বুঝে উঠতে পারেনা সে। তবে কী এইবার রূপের এই অত্যাচার সহ্য করতে না পেরে সবাইকে সবটা বলে দেবে গিনি! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি