Icche Putul: ভুলের মাশুল দিল গিনি! ফুলশয্যার রাতে গিনির ওপর নির্মম অত্যাচার করলো রূপ, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব
বর্তমানে টিআরপি তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত না করলেও দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। বর্তমানে টিআরপি তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত না করলেও দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে। আপাতত এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ গল্পের নায়িকা মেঘ।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে বৌভাতের অনুষ্ঠানের শুরুতেই গিনিকে সাবধান করে দেয় শালিনী দেবী। রূপকেও সে গিনিকে সামলে রাখতে বলে। রুপও গিনির সঙ্গে ভালোবাসার নাটক করে যায়। এইসময় গাঙ্গুলী বাড়ির সকলে উপস্থিত হয় তাদের রিসেপশনের অনুষ্ঠানে। গিনি ও রূপকে একসঙ্গে দেখে শান্তি পায় তারা কিন্তু মিনির মনে সন্দেহ হয় রূপকে নিয়ে। মীনাক্ষি ভিডিও অতি গর্বের সঙ্গে জানান তার নেওয়া সিদ্ধান্ত মোটেও ভুল হয়নি। রূপের বাবা মা সবার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। মিনি কিন্তু সবার মাঝে চুপ করে বসে থাকে মেয়ে এমন সময় ময়ূরী তার কাছে গিয়ে বলে তারও এমন কোন পছন্দের মানুষ আছে কিনা! তবে ময়ূরী সেই কথা বাড়িতে বলবে। মিনি জিজ্ঞাসা করে কোন খোঁজখবর না নিয়েই বলে দেবে তুমি গিনির সঙ্গেও এমনটা করনি তো? মিনিট এই কথা শুনে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় ময়ূরী। অন্যদিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে মেঘের কথা ভাবতে ভাবতে তাকে শেষ পর্যন্ত ফোন করে ফেলে নীল। নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলে তারা।
‘আমার জীবন থেকে চলে যেওনা মেঘ’, মেঘের কাছে নীলের করুণ আর্জি, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে ফুলসজ্জার ঘরে মদ খেয়ে ঢুকে গিনির ওপর অত্যাচার শুরু করে রূপ। গিনিকে অসম্মান করে তার সম্মতি না নিয়েই তার সঙ্গে জবরদস্তি করতে থাকে রূপ। গিনি চিৎকার করে রুপকে বলে সে এটা করতে পারে না কিন্তু রূপ জানায় গিনি তার বিয়ে করা বউ তাই তার সবকিছু করার লাইসেন্স আছে। এই ঘটনার পরেই গিনি বুঝতে পারে নিজের জীবনে নিজেই সর্বনাশ ডেকে এনেছে সে। তবে এইবার কি সবটা সবাইকে বলে দেব গিনি? ময়ূরী সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে তা কি এইবার সকলের সামনে চলে আসবে? কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি