বিনোদন দুনিয়া

Icche Putul: ভেঙে গেল সহ্যের বাঁধ! নিজে দাঁড়িয়ে থেকে ময়ূরী ও নীলের বিয়ে দিল মেঘ! প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। প্রতিটি পর্বেই থাকছে একের পর এক টুইস্ট। যার ফলে গল্পে আসছে নতুন মোড়। ময়ূরী নীলের কাছে তার কুকর্মের কথা স্বীকার করলে সকল দর্শকই ভেবেছিলেন মেঘ ও নীলের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। কিন্তু তার কিছুদিনের মধ্যেই ধারাবাহিকের গল্প মোড় নেয় অন্য দিকে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

সম্প্রতি ধারাবাহিকের টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে নতুন ফন্দি আঁটে ময়ূরী। পরিকল্পনা অনুযায়ী, সুস্থ হয়েই গাঙ্গুলী বাড়িতে পৌঁছায় সে। নীল ময়ূরীকে বাড়িতে দেখে বেজায় চটে যায় এবং সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নীলের এই কাজে বাধ সাধে তার মা মীনাক্ষী দেবী। সে বলে ময়ূরীর কথা সে শুনবে এবং ময়ূরী এখানেই থাকবে।

Icche Putul: ভেঙে গেল সহ্যের বাঁধ! নিজে দাঁড়িয়ে থেকে ময়ূরী ও নীলের বিয়ে দিল মেঘ! প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব

Advertisements

এরপরই নিজের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে ময়ূরী। সে জানায়, নিজের প্রাণ রক্ষার্থে মেঘের কথায় মিথ্যে বলতে বাধ্য হয়েছে সে। ময়ূরী জানায়, নীলের সঙ্গে ভুল বোঝাবুঝি মেটাইতেই তাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে মেঘ নচেৎ মেঘ তাকে রক্ত দিতো না। ময়ূরীর এই কথা বিশ্বাস করে বাড়ির সকলেই। এরপরই মীনাক্ষী দেবী ময়ূরীর সঙ্গে নীলের বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তার এই সিদ্ধান্তের বিরোধিতা করে নীলের বাবা। সে জানায়, মেঘের সঙ্গে কথা না বলে সে কোনো হঠকারি সিদ্ধান্ত নিতে দেবে না।

ঘুরে গেল গল্পের মোড়! কোর্টে এসে নীল-মেঘের ডিভোর্স আটকে দিল ঠাম্মি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul

এরপরই নীল মেঘকে এক ঘণ্টার মধ্যে সমস্ত প্রমাণ নিয়ে তাদের বাড়িতে হাজির হতে বলে। কিন্তু মেয়ে স্পষ্ট জানিয়ে দেয় যে, সে আর নিজেকে প্রমাণ করতে পারবে না তাই নীলের তার সম্বন্ধে যা ভাবার সে ভাবতে পারে। মেঘ বুঝতে পারে তাকে দোষী প্রমাণ করতে আবারো নতুন নাটক করছে তার দিদি। এরপর নীল জানায় সে ময়ূরীর বলা কথা সত্যি বলে ধরে নিচ্ছে এবং এও জানিয়ে দেয় যে সে ময়ূরীকে বিয়ে করবে। নীলের মুখে এই কথা শুনে মেঘ কষ্ট পেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে নীল ও ময়ূরীর দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে সে। তবে কী শেষমেশ জিতে গেল ময়ূরী? সত্যিই কী আর কোনোদিন নীল আর মেঘ এক হবে না! এইসব কিছু উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলিতে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles