Icche Putul: ‘বাজে ছেলে একটা’! গিনির মুখে সবটা শুনে রূপের ওপর রেগে লাল নীলের মা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
মূলত ত্রিকোণ প্রেমকে হাতিয়ার করেই আবর্তিত হচ্ছে গল্প।

Icche Putul: বর্তমানে দর্শকমহলে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের জনপ্রিয় তুঙ্গে। ইদানিং জমে উঠেছে এই ধারাবাহিকটি। প্রতিটি পর্বেই থাকছে নিত্য নতুন টুইস্ট। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে আছে তিতিক্ষা দাস, শ্বেতা মিশ্র এবং মৈনাক ব্যানার্জী। মূলত ত্রিকোণ প্রেমকে হাতিয়ার করেই আবর্তিত হচ্ছে গল্প। টিআরপি তালিকায় আশানুরূপ ফল করতে না পারলেও দর্শকের মন ভালো জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
Icche Putul Zee Bangla
নিত্য দর্শকরা সকলেই জানেন ইতিমধ্যে রূপের সঙ্গে বিয়ে করে শশুরবাড়ি চলে গিয়েছে গিনি। কিন্তু শশুরবাড়িতে পা দেওয়ার পর থেকেই রূপের আচরণে দায়সারা ভাব লক্ষ করে সে। এরই মধ্যে সুকান্ত বাবু ওরফে রূপের বাবা ডেকে পাঠায় গিনিকে। রূপের ব্যাপারে তার সঙ্গে কথা বলে সুকান্ত বাবু সিদ্ধান্ত নেয় রূপের হাত খরচ দেওয়া সে বন্ধ করবে। এই শুনে বেজায় চটে রূপ সে জানিয়ে দেয় তবে গিনিকেও সে বউ বলে মানবে না। এদিকে রূপকে নিয়ে মনে রহস্য দানা বাঁধছে গিনির। কেনো রূপ বাড়ি ফেরে না রাতে কেনই বা তার মা কারোর ব্যক্তিগত জীবনে নাক গলাতে বারণ করে! এইসব কথা মাথায় ঘুরতে থাকে তার।
ঘুরে গেল গল্প! আসল সত্যি জেনে ময়ূরীর সামনেই মেঘকে কাছে টেনে নিল নীল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে বৌভাতের সকালে ভাত কাপড়ের অনুষ্ঠান ছেড়ে গাঙ্গুলী বাড়িতে ফিরে এসেছে গিনি। গাঙ্গুলী বাড়ির সকলেই চমকে যায় গিনিকে দেখে। সকলেই জিজ্ঞেস করে ভাত কাপড়ের অনুষ্ঠান ছেড়ে সে চলে এসছে কেন? এদিকে শালিনী দেবী গিনিকে ঘরে দেখতে না পেয়ে ফোন করতে থাকে কিন্তু ফোন বাজতে থাকে রূপের ঘরে। অনেকক্ষণ গিনির সাড়া না পেয়ে রূপকে ফোন করলেও সে ফোন তোলেনা। এদিকে গিনির মা শালিনী দেবীকে ফোন করে গিনিকে ফোন দিতে বললে বিপদে পরে সে। মিনি কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছে গিনি ভালো নেই। তবে কি এইবার রূপের আচরণের কথা বাড়িতে জানিয়ে দেবে গিনি? সকলের সামনে কি সব সত্যি চলে আসবে! যদি এমন ভাবে গিনির দ্বারাই রূপের ব্যাপারে সব সত্যি জানতে পারে সবাই তবে কেমন লাগবে দর্শকদের?
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি