বিনোদন দুনিয়া

Icche Putul: ‘গিনিকে বাড়ির কাজের লোক বানিয়ে রাখো’! আড়াল থেকে রূপ ও ময়ূরীর কথো শুনে মাথায় আকাশ ভাঙলো গিনির, ফাঁস দুর্ধর্ষ পর্ব

ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকতে নিত্যনতুন চমক।

Advertisements

Icche Putul: ইদানিং দর্শকমনে স্থান করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকটি। ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকতে নিত্যনতুন চমক। যার কারণে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা।

Icche Putul

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট করা পর্বে দেখা গিয়েছে, শেষ পর্যন্ত রূপের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে গিনির। নিজের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে হওয়ায় আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে সে। কিন্তু বিয়ের রাতে রূপের অসংলগ্ন আচরণ মোটেই ভালো লাগেনি মিনি ও লালের। তারা দুজনে আলাদা আলাদা ভাবে রূপের অসভ্য আচরণ প্রত্যক্ষ করেছে। যার ফলে গিনির বিয়েতে মন থেকে খুশি নয় গিনি।এদিকে বাড়ির সকলের আশীর্বাদ নিয়ে রূপের বাড়িতে রওনা দিয়েছে গিনি। নব দম্পতিকে বরণের সময়ই রূপ বলে তাকে যেন এইসব আচার অনুষ্ঠানে না জড়ানো হয়। রূপের আচরণে খটকা লাগে গিনির।

Icche Putul New Episode

Icche Putul: 'গিনিকে বাড়ির কাজের লোক বানিয়ে রাখো'! আড়াল থেকে রূপ ও ময়ূরীর কথো শুনে মাথায় আকাশ ভাঙলো গিনির, ফাঁস দুর্ধর্ষ পর্ব

Advertisements

এই সবের মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া পর্ব, যেখানে দেখা যাবে মাঝরাতে ময়ূরী রূপকে ফোন করে তার মনের অবস্থার কথা জানতে চায়। রুপ ময়ূরীকে স্পষ্ট জানিয়ে দেয় সে গিনিকে ডিভোর্স দেবে। এদিকে ময়ূরী বলে নীলের সঙ্গে বিয়ে হওয়া অবধি রূপ যেন গিনির সঙ্গে ভালাবাসার নাটক চালিয়ে যায় তারপর সে তাকে ডিভোর্স দিক বা কাজের লোক বানিয়ে রাখুক তাতে তার কিছু যায়ে আসেনা।

শ্বশুর বাড়িতে নতুন চমক! বিয়ের পরের দিনই গিনিকে নিজের জায়গা বুঝিয়ে দিল রূপের মা, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul

রুপ ময়ূরীকে জানিয়ে দেয় গিনির মতো বোরিং মেয়ের সঙ্গে সে কিছুতেই এক খাটে শুতে পারবে না এবং ময়ূরীকে এক সপ্তাহ সময় দেয়। ময়ূরী জানায় সে এক সপ্তাহের মধ্যেই বিয়ে করবে নীলকে। তারপরই রূপের মুক্তি। আড়াল থেকে ময়ূরী এবং রূপের কথোপকথন শুনে নেয় গিনি। সে বুঝতে পারে ময়ূরী তার সর্বনাশ করে দিয়েছে। কিন্তু এখন সে কি করবে! তবে কি নীল ও ময়ূরীর বিয়ের আগেই রূপ ও ময়ূরীর পর্দা ফাঁস করবে গিনি? বাড়ির সকলকে সব কথা কি জানিয়ে দেবে? যদি সত্যিই এমনটা হয় তবে কেমন লাগবে দর্শকদের?

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles