বিনোদন দুনিয়া

Icche Putul: ঘুরে গেল গল্পের মোড়! কোর্টে এসে নীল-মেঘের ডিভোর্স আটকে দিল ঠাম্মি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। গল্পের প্রতিটি পর্বে দেখা যাচ্ছে নিত্যনতুন টুইস্ট। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন, রুপ আর ময়ূরী হাত মিলিয়ে মেঘকে ষড়যন্ত্র করে যে ফাঁসিয়েছিল তা নীলের কাছে বলতে ময়ূরীকে বাধ্য করে মেঘ। এরপরই ময়ূরীকে রক্ত দিতে রাজি হয় সে। নিজের প্রাণ রক্ষার্থে নিজের কাছে সব সত্যি কথা স্বীকার করলেও সুস্থ হয়ে ওঠার পর গাঙ্গুলী বাড়ির সকলের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে নতুন ফন্দি আঁটে ময়ূরী। গাঙ্গুলী বাড়িতে উপস্থিত হয়ে সে জানায় নিজের প্রাণ রক্ষার্থেই নীলকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছে সে। নাহলে মেঘ তাকে রক্ত দিত না। ময়ূরী আরও জানায়, নীলের সঙ্গে দূরত্ব ঘোচাতেই মেঘ তাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ময়ূরীর এই কথা গাঙ্গুলী বাড়ির প্রত্যেকের বিশ্বাস করে। কিন্তু সংশয় থেকে যায় নীলের বাবা, ঠাম্মি ও কাকার মনে। তারা মেঘের বিরুদ্ধে এই অভিযোগ মানতে নারাজ। তবে ময়ূরীর বলা প্রত্যেকটা কথা অন্ধের মত বিশ্বাস করে নীলের মা মীনাক্ষী দেবী। এমনকি সে ময়ূরীর সঙ্গে নীলের বিয়ের প্রস্তাব পর্যন্ত দেয়। এমনকি ময়ূরীর কথা বিশ্বাস করে শেষ পর্যন্ত বিয়েতে সায় দেয় নীলও।

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে মীনাক্ষী দেবীর এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেন না তার স্বামী। নীলের বাবা জানান, মেঘের সঙ্গে কথা না বলা পর্যন্ত কোনোরকম হঠকারী সিদ্ধান্ত তিনি মানবেন না। এরপরই মেয়েকে ফোন করে গাঙ্গুলী বাড়িতে ডেকে পাঠায় নীল এবং জানায় এক ঘন্টার মধ্যে সেখানে উপস্থিত হতে। কিন্তু মেঘ তার কথা উপেক্ষা করে বলে কারণ না জানা পর্যন্ত সে কিছুতেই ওই বাড়িতে আসবে না। এরপরই নীল জানায় ময়ূরীকে বিয়ে করতে চায় সে এবং মেঘ যেন তাদের জীবনে বাধা হয়ে না দাঁড়ায়। মেঘ নীলকে শুভেচ্ছা জানিয়ে বলে, সে নিজে দাঁড়িয়ে থাকে তাদের দুজনের বিয়ে দেবে।

Icche Putul New Episode

Icche Putul

এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের নয়া পর্ব যেখানে দেখা গিয়েছে, মেঘের সামনে ময়ূরীকে নিয়ে ঘোরাফেরা করতে থাকে নীল এবং একটু বেশিই খেয়াল রাখে যা দেখে কষ্ট পায় মেঘ। নীল মেঘকে জানায়, ডিভোর্সের কাগজ সে কোর্টে জমা দিয়ে দিয়েছে এবং এরপর কোর্টেই দেখা হবে তাদের। এরপরই ডিভোর্সের জন্য কোর্টে উপস্থিত হয় নীল ও মেঘ উভয়ই। নীলের সঙ্গে কোর্টে আসে ময়ূরীও। নীল কেন মেঘকে ডিভোর্স দিতে চায় এই কথা জজসাহেব জিজ্ঞেস করলে নীল জানায় এই ধরনের মেয়ের সঙ্গে সে আর সংসার করতে চায় না অপরদিকে মেঘকে জিজ্ঞেস করা হলে সেও জানায় সে আর নীলের সঙ্গে কোনো মতেই থাকতে রাজি নয়। মেঘ জানায়, যে তার নিজের স্ত্রীকে বিশ্বাস করে না, তার সঙ্গে সে কিভাবে থাকবে! দুপক্ষের কথা শুনে এরপরই কোর্টে উপস্থিত হয় ঠাম্মি এবং এরপরই সে জানায় জজ সাহেবকে তার কিছু বলার আছে।

গল্পে নয়া মোড়! সকলের সামনে ছেলের আসল মুখোশ খুলে দিল রূপের বাবা! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul

তবে এই ভিডিওটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজগুলির তরফে ইউটিউবে আপলোড করা হয়েছে এই ভিডিওটি। আসলে সকল দর্শকই চাইছেন কোর্টেই নীল ও মেঘের সব ভুল বোঝাবুঝি যাতে মিটে যায়। তবে আদৌ ঠাম্মি কোর্টে পৌঁছে, মেঘ ও নীলের ডিভোর্স আটকাতে পারবে কিনা তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles