Icche Putul: জল্পনার অবসান! নীলের সঙ্গে বিয়ের আগেই ময়ূরীর শয়তানি ফাঁস! প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul)।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul)। টিআরপি তালিকায় এই ধারাবাহিক স্থান না পেলেও দর্শকের মনে ঠিকই জায়গা করে নিয়েছে। বর্তমানে এই ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকছে নিত্যনতুন টুইস্ট। আর যার জন্য প্রতিদিনই গল্প মোড় নিচ্ছে অন্যদিকে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, ময়ূরীর চক্রান্তে ইতিমধ্যেই ছিন্নভিন্ন হয়ে গিয়েছে মেঘ ও নীলের সাজানো সংসার। প্রতি মুহূর্তে নীল ভুল বুঝেছে মেঘকে। এমনকি শেষ পর্যন্ত মেঘকে দুশ্চরিত্রের তকমা নিয়ে চলে যেতে হয়েছে নীলের জীবন থেকে। মেঘও পণ করেছে আর সে কোনো মতেই নীলের সঙ্গে সংসার করবে না।
Icche Putul Zee Bangla
এরপরই গল্পে আসে নতুন টুইস্ট। নিজের প্রাণ রক্ষার্থে মেঘের চাপে নীলের কাছে নিজের সব কুকর্ম স্বীকার করে ময়ূরী। নীলও ময়ূরীর বলা কথাগুলি বিশ্বাস করে ক্ষমা চায় মেঘের কাছে। কিন্তু সুস্থ হয়েই মেঘকে ফাঁদে ফেলার জন্য নতুন ফন্দি আঁটে ময়ূরী। নিজের মাকে ভুল বুঝিয়ে সে গাঙ্গুলী বাড়িতে পৌঁছায় এবং গাঙ্গুলী বাড়ির প্রত্যেককে জানায় নিজের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে নীলের কাছে মিথ্যে বলেছে সে। তার কথা বেদ বাক্যের মতো বিশ্বাস করে মীনাক্ষী দেবী ও গাঙ্গুলী বাড়ির প্রত্যেকে। এমনকি নীলও শেষ পর্যন্ত ময়ূরীর বলা কথাই বিশ্বাস করে নেয়।
আবারও জিতে যায় ময়ূরী। এরপরই ময়ূরীকে বিয়ের প্রস্তাব দেয় নীলের মা। মেঘের উপর রাগ থেকে শেষ পর্যন্ত নীলও কোনও রাখঢাক না রেখে সকলের সামনেই মেঘকে জানায় সে তাকে ডিভোর্স দিয়ে ময়ূরীকে বিয়ে করবে। মেঘ এই কথা শুনে কষ্ট পেলেও পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলে দাঁড়িয়ে থেকে তাদের দুজনের বিয়ে দেবে সে। এরপরই নীল ও ময়ূরীর বিয়ের তোড়জোড় শুরু হয় দুই বাড়িতে।এইদিকে পরিকল্পনা মাফিক সবকিছু চলায় মনে মনে বেশ খুশিই হয়েছে ময়ূরী। শেষ পর্যন্ত সে নীলকে বিয়ে করতে পারছে এই কথা ভেবেই অত্যন্ত আনন্দিত হয় সে। তবে এখানেই শেষ নয় সে ভাবতে থাকে এরপর জিষ্ণুর জীবন থেকে কিভাবে মেঘকে সে সরিয়ে ফেলবে।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের ধামাকাদার পর্ব। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে বিয়ের মন্ডপে নীলের পাশে কনের সাজে বসে আছে ময়ূরী এবং এরপরই সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হয় মিনাক্ষী দেবী। তার কথায় পুলিশ গ্রেফতার করে ময়ূরীকে। এই ঘটনায় অবাক হয়ে ময়ূরী বারবার মিলের মাকে জিজ্ঞেস করতে থাকে তার দোষ কি! চোখের জলে সকলের মন গলানোর চেষ্টা করলে মীনাক্ষী দেবী জানান সে আর কোনো মতেই তার বলা কথা বিশ্বাস করবে না। এরপর ঠাম্মি বলেন এতদিনে হুঁশ ফিরেছে বড় বৌমার। মীনাক্ষী দেবী জানান সত্যিই তিনি ময়ূরীর কথায় এতদিন অন্ধবিশ্বাস করে এসেছেন। কিন্তু আর করবেন না। এরপর আবারও ময়ূরী মীনাক্ষী দেবীকে জিজ্ঞেস করেন, তাকে কেন পুলিশ গ্রেফতার করছে? এর উত্তরে গিনি বলে সেটা থানায় গেলেই জানতে পারবে। এরপরই গিনি অফিসারকে তাকে ধরে নিয়ে যেতে বলে। তবে কি এইবার জেলের ভাত খেতে হবে ময়ূরীকে?
তবে ধারাবাহিকের এই পর্বটি কোনো চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফ্যান পেজ থেকে ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়েছে আসলে সকলেই চাইছেন নীল ও ময়ূরীর বিয়ের দিনই সকলের সামনে আসুক ময়ূরীর আসল রূপ। তবে আদৌ কবে ময়ূরীর এই নোংরা চক্রান্ত সামনে আসবে তা জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি