Icche Putul: গল্পে নতুন টুইস্ট! মেঘের আচরণে তাকে ভুল বুঝলেন ঠাম্মি
নিত্যদিন সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই ইচ্ছে পুতুল ধারাবাহিকের ক্রেজ চোখে পড়ে।

Icche Putul: বাংলা বিনোদন জগতের বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলির মধ্যে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ অন্যতম। যত দিন এগোচ্ছে ততই এই ধারাবাহিকের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। নিত্যদিন সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই এই ধারাবাহিকের ক্রেজ চোখে পড়ে। বর্তমানে গল্প আবর্তিত হচ্ছে গিনি ও রূপকে কেন্দ্র করে।
Icche Putul Zee Bangla
নিত্য দর্শকরা সকলেই জানেন রূপ ও গিনির কেস কোর্টে উঠলেও তদন্ত সম্পূর্ণ না হওয়ায় কোর্টের নির্দেশে বেল পেয়ে যায় দুশ্চরিত্র রূপ। কোর্টের এমন বিচারে ক্ষুব্ধ হয় গোটা গাঙ্গুলী পরিবার সহ মেঘও। রূপ ছাড়া পাওয়ার পর থেকেই মেঘকে নানাভাবে হুমকি দিতে থাকে। এমনকি মেঘের জীবন শেষ করে দিতে সে আবারও শরণাপন্ন হয় ময়ূরীর। নিজের পথের কাঁটা দূর করতে রুপের সঙ্গে আবারো হাত মেলায় ময়ূরী।
এদিকে মেঘ পাড়ায় গান গাইতে আসবে শুনে গাঙ্গুলী পরিবারের সকলেই বেশ খুশি। মেঘের গান গাইতে আসার কথা ঠাম্মি জানতে পেরে উতলা হয়ে ওঠে তার সঙ্গে দেখা করবে বলে। সে নীলকে বলতে থাকে যেভাবে হোক সে যেন মেঘকে ফিরিয়ে আনে। এদিকে মেঘ তার বাবার সঙ্গে পূজোয় বেরোলে তাকে পিছন থেকে অনুসরণ করে রূপ এবং নিজের মনে বলতে থাকে আগে সে মেঘকে শাস্তি দেবে তারপর গিনিকে।
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব যেখানে দেখা যাবে নীলদের পাড়ার অনুষ্ঠানে গান গাইতে উপস্থিত হয় মেঘ। তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয় নীল। মেঘকে গান গাইতে আসতে দেখে গাঙ্গুলী পরিবারের সকলেও ভীষণ খুশি। এরপরই নিজে সুরেলা কণ্ঠে গান গেয়ে আরও একবার সকলের মন জিতে নেয় মেঘ। ঠাম্মি অসুস্থ হওয়া সত্ত্বেও মেঘের গান শুনতে পুজ মণ্ডপে উপস্থিত হয়। মেঘের গান শুনে সকলেই বাহবা দিতে থাকে। গান শেষ করে মেঘ স্বামীর সঙ্গে দেখা করতে গেলে দেখতে পায় ঠাম্মির পাশে দাঁড়িয়ে আছে নীল। ঠাম্মি মেয়েকে ডাকলেও সে আর তাঁর কাছে যায় না। মেঘের এই আচরণের কারণ ঠাম্মি বুঝলেও মনে মনে কষ্ট পান।
যদিও এই ভিডিওটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। ইউটিউবের একটি ফ্যান পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। তবে কী এইবার মেঘকে ভুল বুঝে তার থেকে মুখ ফিরিয়ে নেবেন ঠাম্মি! জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি