বিনোদন দুনিয়া

Icche Putul: উচিত শিক্ষা! মেঘের নামে মিথ্যা বলাতেই ময়ূরীর গালে সজোড়ে চড় মারলো ঠাম্মি! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের গল্প মোড় নিয়েছে এক অন্যদিকে।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের গল্প মোড় নিয়েছে এক অন্যদিকে। প্রথমে স্টার জলসার ইচ্ছে নদী ধারাবাহিকের সঙ্গে মিল থাকায় কটাক্ষ করলেও বর্তমানে ইচ্ছে পুতুল ধারাবাহিকের গল্প যে খাতে বইছে তাতে দর্শক বেশ আপন করে নিয়েছে এই ধারাবাহিককে। ধারাবাহিকের সকল দর্শকই জানেন, আপাতত নীলের থেকে আলাদা রয়েছে মেঘ। নিজের পড়াশোনা এবং গানে সম্পূর্ণ মনোনিবেশ করেছে সে। গানের সঙ্গী হিসা বে পাশে পেয়েছে জিষ্ণুর মতো একজন বন্ধুকে। কিন্তু এই বন্ধুত্ব নিয়েও প্রতিনিয়ত মেঘকে সন্দেহ করছে নীল।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

কিছুদিন আগে ধারাবাহিকের টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, নিজের প্রাণ রক্ষা করতে নীলের কাছে নিজের সব কুকর্মের কথা স্বীকার করেছে ময়ূরী। ময়ূরীর সব কথা নিজের বাড়িতেও জানিয়েছে নীল। কিন্তু নীলের মা এবং গিনি যদিও সব কিছুকেই মেঘের চক্রান্ত বলে ধরে নিয়েছে। অন্যদিকে জ্ঞান ফেরার পর ময়ূরী ভাবতে থাকে কীভাবে সে আবারও নিজেকে সকলের কাছে নির্দোষ প্রমাণ করে মেঘকে অপদস্ত করবে। নীলের মনে মেঘের প্রতি অবিশ্বাস জাগানোর জন্য আবারও নতুন ফন্দি আঁটে সে।

এক ঝলকে

Advertisements

Icche Putul New Episode

Icche Putul

এরই মাঝে প্রকাশ্যে আসে ধারাবাহিককে নয়া পর্ব। যেখানে দেখা যায়, নিজেকে সকলের কাছে নির্দোষ প্রমাণ করতে গাঙ্গুলি বাড়িতে উপস্থিত হয়েছে ময়ূরী। তবে ময়ূরীকে দেখে বেজায় চটে যায় নীল। নীল ময়ূরীকে জানায়, অনেক ক্ষতি করেছো তুমি এই পরিবারের এইবার বিদায় হও আর কখনো এই বাড়িতে এসো না। নীলের এই কাজে বাধ সাধে তাঁর মা। নীলের মা জানায় পরিবারের স্বার্থে ময়ূরীর সঙ্গে তাঁর কথা বলা দরকার। সে হসপিটালে ময়ূরীর সঙ্গে দেখা করতে গেলেও ময়ূরীর ছুটি হওয়ায় সে কথা বলতে পারেনি। নীলের মা তাঁকে জানায়, আপাতত ময়ূরী এখানেই থাকবে ময়ূরীকে তাঁর পছন্দ না হলে সে বাড়ি থেকে চলে যেতে পারে।

Icche Putul

এই ঘটনার প্রতিবাদ করে নীলের ঠাম্মি। সে জানায় এই মেয়েটা দিনের পর দিন সকলকে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে আর ওর সব কথা ভেড়ার মত শুনে যাচ্ছে এই পরিবারের সকলে। এরপরই ময়ূরী বলে মেঘ সেদিনকে তার মাথায় বন্দুক ঠেকিয়ে নীলকে মিথ্যে কথাগুলি বলতে বলে এবং নিজের প্রাণ রেখা থেকে ময়ূরী সেইসব কথাগুলি নীলকে বলতে বাধ্য হয়। মেঘের নামে মিথ্যে কথা শুনে ময়ূরীকে গালে সপাটে এক চড় মারে ঠাম্মি।

ঘুরে গেল গল্পের মোড়! রূপের সব সত্যি জেনে ময়ূরীকে সিঁদুর পরানোর আগেই নীলের হাত ধরল গিনি! প্রকাশ্যে জমজমাট পর্ব

Icche Putul

তবে এই ধরনের কোনো পর্ব চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজগুলির তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবের একটি চ্যানেলে। আসলে সকল দর্শকই চাইছেন ময়ূরী তার কুকর্মের উপযুক্ত শাস্তি পাক। তবে আদতেও এমন কোনো ঘটনা ঘটবে কিনা তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles