বিনোদন দুনিয়া

Icche Putul: সব সীমা পার! অষ্টমঙ্গলায় এসে মিনির সঙ্গে চরম অসভ্যতা করল রূপ, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব 

টিআরপি তালিকাতে আশানুরূপ ফলাফল করতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের ক্রেজ লক্ষণীয়।

Advertisements

Icche Putul: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ইচ্ছে পুতুল (Icche Putul)। কয়েক মাসের মধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। টিআরপি তালিকাতে আশানুরূপ ফলাফল করতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের ক্রেজ লক্ষণীয়। এই গল্পের নায়িকা মেঘ ওরফে তিতিক্ষার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। বর্তমানে গল্প আবর্তিত হচ্ছে রূপ ও গিনির বিয়েকে কেন্দ্র করে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে ফুলশয্যার ঘরে মদ্দপ অবস্থায় তুলতে তুলতে ঢুকে গিনির সম্মতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে রূপ। এরপরই গিনির কাছ থেকে জোর করে তার সমস্ত গয়না ছিনিয়ে নিয়েছে সে। গিনি তার বাবাকে সব ঘটনা জানানোর আগেই তার ফোনটাও রূপ হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে। সকালবেলা শালিনী দেবী গিনির কাছে এলে গিনির ঘরে এলে তাকে সারা শরীরে ক্ষতচিহ্ন দেখায় গিনি। গিনি রূপের ব্যাপারে শালিনী দেবীর কাছে বলতে গেলে সে জানিয়ে দেয় রূপ সম্পর্কে কোনো কথা না বলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অন্য জামা পড়ে নিতে। অন্যদিকে গিনির ফোনে ফোন না পেয়ে রূপের ফোনে ফোন করে গিনির মা। রুপ তার মাকে ফোন দিলে রূপ ও গিনিকে অষ্টমঙ্গলায় পাঠানোর জন্য শালিনী দেবীর কাছে আর্জি জানায় গিনির মা। শালিনী দেবীও কথা দেন রূপ ও গিনি ঠিক সময়ে গাঙ্গুলী বাড়িতে পৌঁছে যাবে। অষ্টমঙ্গলে যাওয়ার ইচ্ছা না থাকলেও একপ্রকার বাধ্য হয়ে মায়ের কথায় রূপ গাঙ্গুলি বাড়িতে যেতে রাজি হয়।

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এইসবের মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে অষ্টমঙ্গলায় গিনি ও রূপ গাঙ্গুলী বাড়িতে এলে তাদের বরণ করে নীলের মা। কিন্তু রূপ মনমরা হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে কারণ তার আসার ইচ্ছা ছিল না। এরপরই সকলে গিনি ও রূপকে নিয়ে আনন্দে হাসি মজায় মেতে ওঠে। কিন্তু মিনি কিছুতেই তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারেনা কারণ সে বুঝতে পারে রূপ মোটেও ভালো ছেলে না। মিনি রূপের কাছে আসছে না দেখে রেগে যায় রূপ এবং রাতের বেলা মিনির ঘরে ঢুকে তার সঙ্গে অসভ্যতা করে সে। যা দেখে কান্নায় ভেঙে পড়ে গিনির মা।

জেঠিমনির চোখ কপালে! অষ্টমঙ্গলায় রূপের কাণ্ড দেখে অবাক গাঙ্গুলী পরিবারের সদস্যরা, প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব 

Icche Putul: সব সীমা পার! অষ্টমঙ্গলায় এসে মিনির সঙ্গে চরম অসভ্যতা করল রূপ, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব 

যদিও এমন কোন ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। আদৌ অষ্টমঙ্গলায় এসে রূপ এমন কোনো ঘটনা ঘটাবে নাকি এমন ব্যবহার করবে যাতে গিনির বলা কথা বা তার আসল রূপ কেউ বুঝতে না পারে! কি ঘটবে আগামী পর্বগুলিতে জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles