বিনোদন দুনিয়া

Icche Putul: মেরুদন্ডহীন নায়ক! ময়ূরী ও নিজের বিয়ের কার্ড দিতে মেঘের বাড়িতে গেলে নীলকে থাপ্পড় মারলো মেঘ! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

টিআরপি তালিকাতে নিজেদের স্থান পাকাপোক্ত করতে গল্পের প্রতিটি পর্বেই থাকছে নিত্যনতুন টুইস্ট।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলা (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে একের পর এক ধামাকাদার পর্ব। ইতিমধ্যে ধারাবাহিকের গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা। টিআরপি তালিকাতে নিজেদের স্থান পাকাপোক্ত করতে গল্পের প্রতিটি পর্বেই থাকছে নিত্যনতুন টুইস্ট।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন, গাঙ্গুলী বাড়ি থেকে বেরিয়ে এসে নতুন জীবন শুরু করেছে মেঘ। প্রতিবাদী হয়ে উঠেছে সে। সে পণ করেছে মুখ বুঝে আর কিছু সহ্য সে করবে না। এক প্রকার বাধ্য হয়েই নীলের সামনে ময়ূরীর আসল রূপ নিয়ে এসেছে মেঘ। নীল মেঘের কথা বিশ্বাস করলেও নীলের মা মীনাক্ষী দেবী এবং গিনি পুরোটাই মেঘের চক্রান্ত বলেই ধরে নিয়েছে।

Advertisements

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, হসপিটাল থেকে সুস্থ হয়ে আসার পরই গাঙ্গুলী বাড়ির সকলের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আবারও উঠে পড়ে লেগেছে ময়ূরী। মেঘকে ভুল প্রমাণিত করতে আবারও নতুন ফন্দি আটছে সে। গাঙ্গুলী বাড়িতে এসে ময়ূরী জানায় নিজের প্রাণ রক্ষার্থে মেঘের কথায় নীলের কাছে মিথ্যে বলতে বাধ্য হয়েছে সে। এই কথা গাঙ্গুলী বাড়ির সকলে বিশ্বাস করলেও নীলের বাবা, কাকা এবং ঠাম্মি বিশ্বাস করতে পারে না। কিন্তু মীনাক্ষী দেবী বলে ময়ূরীকে সে সম্পূর্ণ বিশ্বাস করে। ইতিমধ্যে বাড়িতে গিনির বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে মীনাক্ষী দেবী নীল ও ময়ূরীর বিয়ের কথা বললে আনন্দে আত্মহারা হয়ে ওঠে ময়ূরী।

Icche Putul

কিন্তু মীনাক্ষী দেবীর এই প্রস্তাবে বাধ সাধে নীলের বাবা। সে জানায় মেঘের সঙ্গে কথা না বলা পর্যন্ত কোনো হঠকারি সিদ্ধান্ত সে নিতে দেবে না। এরপরই নীল মেঘকে ফোন করে এক ঘণ্টার মধ্যে গাঙ্গুলী বাড়িতে আসতে বলে, কিন্তু মেঘ বলে কি কারণে তাকে ডাকা হচ্ছে না জানলে সে কোনোমতেই ওই বাড়িতে যাবে না। এরপরই নীল জানায় সে এবং ময়ূরী বিয়ে করছে তাই মেঘ যেন তাদের মধ্যে বাধা হয়ে না দাঁড়ায়। মেঘ নীলকে শুভেচ্ছা জানিয়ে বলে সে নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়েটা দেবে।

Icche Putul

তবে এই সকল ঘটনায় আস্তে আস্তে ভেঙে পড়ে মেঘ। উপর উপর নীলের বিয়ের কথা মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারেনা সে। অন্যদিকে মেঘকে বাজে কথা শোনানোয় নীলও নিজের ঘরে অস্থির বোধ করে। এদিকে গিনির বিয়ের সঙ্গে সঙ্গে দুই বাড়িতেই শুরু হয় নীল ও ময়ূরীর বিয়ের তোড়জোড়।

Icche Putul New Episode

Icche Putul

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া পর্ব, যেখানে দেখা গিয়েছে মেঘের বাড়িতে বিয়ের কার্ড নিয়ে হাজির হয়েছে নীল। এরপরই মেঘকে সে নিমন্ত্রণ করে বিয়েতে আসার জন্য এবং আবারও কটু কথা শোনায় তাকে। তবে মুখ বন্ধ করে না থেকে এইবার নীলকে চর মারে মেঘ।

সব অপমানের যোগ্য জবাব! রাস্তার মধ্যে নীলকে সজোরে থাপ্পড় মারলো মেঘ, প্রকাশ্যে ইচ্ছে পুতুলের দুর্ধর্ষ পর্ব

Icche Putul

তবে এমন কোনো পর্ব চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজগুলির তরফে এই ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউব চ্যানেলে। সকল দর্শকের মনে আপাতত একটিই প্রশ্ন, মেঘ কী এত সহজে মেনে নিতে পারবে ময়ূরী ও নীলের বিয়ে! শেষমেষ কি সত্যিই নীলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হবে তার! নাকি আবারও এক হবে তারা! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প, জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles