Icche Putul: ‘ও একটা মিথ্যেবাদী’! গিনির বৌভাতে ময়ূরীকে সিঁদুর পরাতে গেলে নীলকে সব সত্যি জানালো গিনি, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
দুই বোনের জীবন কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি।

Icche Putul: কয়েক মাসের মধ্যে দর্শকমনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকটি। শুরুর দিকে কটাক্ষের শিকার হলেও বর্তমানে ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে নিত্য নতুন চমক। সোশ্যাল মিডিয়ায় সর্বত্রই এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে। দুই বোনের জীবন কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি।
Icche Putul Zee Bangla
বর্তমানে গল্প আবর্তিত হচ্ছে রূপ ও গিনির বিয়েকে কেন্দ্র করে। শেষ টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছিল, মদ্যপ অবস্থায় বিয়ের মণ্ডপে পৌঁছায় রূপ। গাড়ি থেকে নামার পরই একের পর এক অসভ্যতামি করে চলেছে সে। গিনিকে ভুলে তার মনে ধরেছে মিনিকে। তার অসংলগ্ন আচরণ চোখে পড়েছে মিনির। এমনকি ছাদনাতলায় নিয়ে যাওয়ার জন্য লাল তাকে আনতে এলে সেও রূপের মুখ থেকে মদের গন্ধ পায়। কিন্তু মিনি বা লাল কেউই কিছু বলতে পারেনা গিনিকে। শেষমেষ বিয়ের পিঁড়িতে বসে রূপ এবং গিনি। নিয়ম মেনে বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠানও পালন হতে থাকে।
সত্যি আসল সামনে! রূপের আসল চরিত্র জানতে পেরে মেঘের কাছে ক্ষমা চাইল গিনি, প্রকাশে মোড় ঘোরানো পর্ব
Icche Putul New Episode
এইসবের মাঝে প্রকাশ্যে এল ধারাবাহিকের নয়া পর্ব। আসন্ন পর্বে দেখা যাবে, গিনির বৌভাতের দিন মেঘকে উচিত শিক্ষা দিতে ময়ূরীকে সিঁদুর পরিয়ে দিতে চায় নীল। ঠিক তখনই নীলের এই কাজে বাধ সাধে গিনি। সে ময়ূরীকে কালপ্রিট বলে জানায় যে, ময়ূরীর জন্য আজ তার জীবনটা শেষ হয়ে গিয়েছে। ময়ূরী নিজের স্বার্থসিদ্ধির জন্য রূপের মতো একটা ছেলের নামে মিথ্যা বলেছে তাকে। এরপরই ময়ূরী নিজেকে ভালো প্রমাণ করতে গেলে গিনি বলে সব কুকীর্তি এক এক করে ফাঁস করব আজ। তবে কি তীরে এসে তরী ডুববে ময়ূরীর? নিজের ভুল বুঝতে পেরে মেঘকে কি কাছে টেনে নেবে নীল? কি হতে চলেছে আগামী পর্বগুলিতে? যদি সত্যিই এমনটা হয় তবে কেমন লাগবে দর্শকদের?
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি