বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: ‘বেড়িয়ে যাও ঘর থেকে’! ফুলসজ্জার রাতেই গিনির সামনে এলো রূপের আসল চরিত্র, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব 

প্রথম থেকেই ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আবর্তিত হচ্ছেই ধারাবাহিকটি।

Advertisements

Icche Putul: বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই ইচ্ছে পুতুল (Icche Putul) (নিয়ে চর্চা তুঙ্গে। দর্শকের মনে নিজেদের স্থান ধরে রাখতে গল্পে একের পর এক টুইস্ট আনছে নির্মাতারা। প্রথম থেকেই ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আবর্তিত হচ্ছেই ধারাবাহিকটি। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন মেঘ ও নীল পরস্পরকে ভালোবেসে বিয়ে করলেও মেঘের দিদি ময়ূরীর জন্য আজকে তাদের সংসার ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। তবুও ময়ূরীর আসল রূপ চিনতে পারেনি কেউই।

Icche Putul

Icche Putul

Advertisements

ধারাবাহিতে সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে ময়ূরীর পাতা ফাঁদে পা দিয়েছে নীলসহ গোটা গাঙ্গুলী পরিবার। আবারও মেঘকে ভুল বুঝে ময়ূরীকে অন্ধের মত বিশ্বাস করেছে তারা। এমনকি মীনাক্ষী দেবী ময়ূরীর সঙ্গে নীলের বিয়েও ঠিক করেছে। নীলও মত দিয়েছে বিয়েতে। অন্যদিকে বিয়ের দিন মদ্যপ অবস্থায় মণ্ডপে পৌঁছায় রূপ। সেখানে তার পছন্দ হয় মিনিকে। মদ খেয়ে মিনির সঙ্গে অসভ্য আচরণও করে সে। এর মাঝে বিয়ে বাড়িতে উপস্থিত হয় মেঘ। তাকে দেখে আবারো নতুন করে প্রেমে পড়ে নীল।

গল্পে নয়া টুইস্ট! প্রথম দেখাতেই জিষ্ণুর প্রেমে পড়লো মিনি, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব

Icche Putul New Episode

Icche Putul

Advertisements

এরই মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিকের নয়া পর্ব, যেখানে দেখা গিয়েছে গিনির সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে রূপের। কিন্তু ফুলশয্যার দিনই গিনিকে ঘর থেকে বের করে দিয়ে মেয়ে ও মদ নিয়ে মেতে ওঠে রূপ। যা দেখে চক্ষু চড়ক গাছ হয় গিনির। সে মনে মনে ভাবতে থাকে তাহলে সত্যি কথা বলেছিল, ইগোর বশবর্তী হয়ে নিজের জীবনে এত বড় ভুল করলাম আমি! এরপরই মা ফোন করলে তাকে সব কথা জানিয়ে নিজের জেঠিমা কেউ সব খুলে বলে গিনি। নিজের ভুল বুঝতে পারে মীনাক্ষী দেবী। সে ভাবতে থাকে মেঘের কাছে মুখ দেখাবে কি করে! তবে কি ময়ূরীর খেলা শেষ! এবার কি মেঘের কাছে ক্ষমা চেয়ে তাকে নিজেই নীলের জীবনে ফিরিয়ে আনবে মীনাক্ষী দেবী? তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোনো পর্ব প্রকাশ্যে আনা হয়নি। ফ্যান পেজগুলির তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সত্যিই এমন কোনো ঘটনা ঘটবে কিনা তা জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল (Icche Putul)।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles