বিনোদন দুনিয়া

Icche Putul: গল্পে নয়া মোড়! সকলের সামনে ছেলের আসল মুখোশ খুলে দিল রূপের বাবা! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

দুই বোনের জীবন কাহিনী নিয়ে শুরু হয় এই ধারাবাহিকের পটভূমি।

Advertisements

Icche Putul: জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। দুই বোনের জীবন কাহিনী নিয়ে শুরু হয় এই ধারাবাহিকের পটভূমি। যেখানে ছোট বোন মেঘকে শুধুমাত্র স্বার্থত্যাগ করতেই দেখা যায়। অপরদিকে বড়ো বোন ময়ূরী অত্যন্ত স্বার্থপর চরিত্রের একটি মেয়ে। মেঘ ও নীলের জীবনে বারংবার প্রাচীর হয়ে দাঁড়ায় ময়ূরী আর এখন তো তাদের সম্পর্ক ভাঙ্গনের মুখে! তবে ময়ূরীর আসল মুখোশ সকলের সামনে এবার তুলে ধরল রূপের বাবা! তাহলে কি এবার নীল সব কিছু ঠিক করে মেঘকে বাড়িতে নিয়ে আসবে?

Icche Putul-Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের নতুন প্রোমো আপাতত আশা আলো দেখাচ্ছে দর্শকদের মনে। যেখানে দেখা গেছে, রূপের মা মীনাক্ষী দেবীকে রীতিমতো ভুল প্রমাণ করে রূপের বাবা। তিনি যখন বাড়িতে এসে মেঘকে দেখতে পান না, তখনই বুঝতে পারেন মেঘ আসলে আর এই বাড়িতে থাকে না। তখন মীনাক্ষী দেবীকে তিনি জানান, “আসলে মেঘের কোনো দোষ নেই আসল দোষী আমার ছেলে রূপই। আর তাছাড়া মেঘ তো এরকম মেয়েই নয় বরং ওর দিদি ময়ূরী অত্যন্ত অসভ্য এবং স্বার্থপর গোছের”।

এক ঝলকে

Advertisements

New Episode

Icche putul

বাড়িতে উপস্থিত নীল সহ পরিবারের সকলেই এই কথা শোনে। দর্শকদের মনে আশা জাগে, তাহলে হয়তো এবার সব ভুল বোঝাবুঝি মেটার পালা! সকলেই হয়তো ময়ূরীর আসল রুপ চিনতে পেরে মেঘকে বাড়িতে নিয়ে আসবে কিন্তু আদতে তা হয় না। মীনাক্ষী দেবী সব কথাই রীতিমতো উপেক্ষা করে যায়।

ঘুরে গেল গল্পের মোড়! রূপের সব সত্যি জেনে ময়ূরীকে সিঁদুর পরানোর আগেই নীলের হাত ধরল গিনি! প্রকাশ্যে জমজমাট পর্ব

Icche putul

এদিকে রূপের বাবাও ছেড়ে দেওয়ার পাত্র নয়! বাড়ির বড় হিসেবে নীলের ঠাকুমাকে সে খুঁজতে থাকে। ঠাকুমার আশীর্বাদ নিয়েই সব কথা ঠিক করতে চায় সে। তাহলে কি মেঘকেও বাড়িতে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করবে রূপের বাবা? কী হবে ধারাবাহিকের আগামী পর্বে!

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles