Icche Putul: ‘রূপ একজন দুশ্চরিত্র’! বিয়ের পরের দিনই গিনিকে সব সত্যি জানালো মিনি, প্রকাশ্যে ধারাবাহিকের আসন্ন পর্ব
টিআরপি তালিকার পাশাপাশি দর্শকের মনেও জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) প্রথম সারির ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল (Icche Putul)। টিআরপি তালিকার পাশাপাশি দর্শকের মনেও জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। গল্প আপাতত যেদিকে মোড় নিয়েছে তাতে ধারাবাহিকের একটি পর্বও মিস করতে চাইছেন না দর্শক।
Icche Putul Zee Bangla
সম্প্রতি গিনি ও রূপের বিয়েকে কেন্দ্র করেই গল্প আবর্তিত হচ্ছে। ধারাবাহিকের শেষ পর্বে দেখা ছাদনাতলায় যাওয়ার জন্য রূপকে নিতে এলে তার মুখ থেকে মদের গন্ধ পায় লাল। রূপের মধ্যে অসংলগ্নতা দেখলেও সে গিনিকে কিছুই জানায় না। শেষমেষ বিয়ের পিঁড়িতে বসে গিনি ও রূপ। রীতি মেনে বিয়ে সুসম্পন্ন হয় তাদের। এদিকে জিষ্ণু মেঘের সঙ্গে দেখা করতে এলে সেই নিয়ে সকলের সামনে মেঘকে চূড়ান্ত অপমান করে নীল।
Icche Putul New Episode
এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নয়া পর্ব। যেখানে দেখা যাবে, বিয়ের পরদিন শশুরবাড়ি চলে যেতে হবে বলে কান্নাকাটি করছে গিনি। রূপের নজর তখনো মিনির দিকেই। সে তার মাকে মিনিকে গিনির সঙ্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলে। কিন্তু মিনি গিনির সঙ্গে যেতে চায়না বরং আরো বেশি ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে রূপ কিছু করুক গিনির সঙ্গে তার পরেই তাকে শাস্তি দেওয়া যাবে। এদিকে লালও কোনো কথা জানাতে পারেনি বাড়িতে। কিন্তু তারও মন আনচান করছে।
অন্যদিকে মেঘ ময়ূরীকে জানায় এইবার সে নয় স্বয়ং গিনি রূপের নামে সকলকে জানাবে এবং তোকেও প্রশ্ন করবে কেন সে বানিয়ে বানিয়ে রূপের নামে মিথ্যা বলেছে? মেঘের এই কথায় ভয় পায় ময়ূরী সে বুঝতে পারে বড় বিপদের মুখে পড়তে চলেছে সে। ময়ূরী মনে মনে ঠিক করে মেঘ ও নীলের ডিভোর্স হলেই সে বিয়েটা সেরে ফেলবে নীলের সঙ্গে। তবে কি এইবার গিনির দ্বারাই রূপের আসল চরিত্র সামনে আসবে সকলের? সব সত্যি জানার পর আদৌ কি ময়ূরীকে বিয়ে করবে নীল? গল্প কোন দিকে মোড় নিতে চলেছে আগামী পর্বগুলিতে! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি