বিনোদন দুনিয়া

Icche Putul: গল্পে নতুন মোড়! ডিভোর্সের বদলে মেঘ ও নীলকে তিন মাস একসঙ্গে থাকার নির্দেশ দিল কোর্ট, প্রকাশ্যে ধামাকাধার পর্ব 

দুই বোনের জীবন কাহিনীকে অবলম্বন করে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul)। যত দিন যাচ্ছে ততই নতুন নতুন চমক দেখা যাচ্ছে এই ধারাবাহিকে। দুই বোনের জীবন কাহিনীকে অবলম্বন করে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। গল্পের প্রধান নায়িকা মেঘের অভিনয় প্রথম থেকেই আলাদা ভাবে নজর কেড়েছে দর্শকদের। বর্তমানে গল্প মোড় নিয়েছে সম্পূর্ণ অন্যদিকে।

Icche Putul Zee Bangla

 

Advertisements

Icche Putul

নিত্য দর্শকরা সকলেই জানেন মেঘ ও নীল দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করলেও ময়ূরীর চক্রান্তে তাদের সংসার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এমনকি নিজের বোনকে চরিত্রহীনার তকমা পর্যন্ত দিয়েছে ময়ূরী। মেঘকে খারাপ করতে রূপের ব্যাপারে মিথ্যা কথা বলে গিনির সঙ্গে বিয়েতে গাঙ্গুলী বাড়ির প্রত্যেককে রাজি করায় ময়ূরী। কিন্তু বিয়ের পর থেকেই রূপের আচরণে অসংলগ্নতা লক্ষ করে গিনি। অন্যদিকে মেঘ ও নীলের ডিভোর্সের দিনক্ষণ ঠিক হয়ে যায়। এরপর ইউনিভার্সিটিতে মুখোমুখি দেখা হলে তারা দুজনেই দুজনকে জানায় যে তাদের কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও তাদের আলাদা থাকাই শ্রেয়। এদিকে ময়ূরী চাইছে রূপের আসল চরিত্র সকলের সামনে আসার আগেই মেঘের সঙ্গে ডিভোর্স করিয়ে নীলের সঙ্গে সংসার পাততে।

Advertisements

অসভ্যতার শেষ পর্যায়! মদ খেয়ে এসে এইবার গিনির গায়ে হাত তুলল রূপ, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব

Icche Putul New Episode

Icche Putul

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব যেখানে দেখা যাবে, নির্দিষ্ট দিনে কোর্টে মেঘ ও নীল উপস্থিত হয়েছে।তাদের দুপক্ষের বক্তব্য শুনে বিচারক বুঝতে পারেন তাদের মধ্যে এখনো ভালোবাসা আছে তাই ডিভোর্সের বদলে তিন মাস একসঙ্গে থাকার রায় দেন তিনি। বিচারক জানিয়ে দেন এই তিন মাসের মধ্যে কেউ কাউকে অভিযুক্ত করতে পারবে না এবং শর্ত ভঙ্গ করলে ডিভোর্স বাতিল করে তাদের সারাজীবন একসঙ্গে থাকতে হবে। বিচারকের এমন রায়তে অবাক হয়ে ময়ূরী নীলকে জানায় এখানে হয়তো মেঘের কারসাজি আছে কিন্তু নীল ময়ূরীর কথায় বিশেষ পাত্তা দেয়না। ইতিমধ্যে গাঙ্গুলী বাড়ির সকলেই কোর্টের নির্দেশ শুনে নিয়েছে এবং নিল বুঝে গেছে কোট থেকে সোজা মেঘকে গাঙ্গুলী বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। অন্যদিকে বিচারকের রায় শুনে হতাশ হয়ে যায় ময়ূরী। তবে এইবার কি করবে ময়ূরী? মেঘ ও নীলকে আলাদা করতে আবার কি নতুন ফোন দিয়ে আসবে সে নাকি তার আগে যিনি রূপ ও ময়ূরীর পর্দা ফাঁস করবে সকলের সামনে! কোন দিকে মোড় নেবে গল্প! জানতে হলে চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles