Icche Putul: বেয়াদপ নায়ক! মেঘের সাথে দেখা করতে এলে বিয়েবাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে জিষ্ণুকে তাড়ালো নীল, প্রকাশ্যে দূর্ধর্ষ পর্ব
বর্তমানে এই ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকটি। বর্তমানে এই ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। দর্শকদের মনে এখন শুধু একটাই প্রশ্ন, এরপর কি হবে? নিয়মিত দর্শকরা জানেন অনেক চেষ্টা করেও রূপের সঙ্গে গিনির বিয়ে আটকাতে পারেনি মেঘ। উপরন্তু গিনি বারবার ভুল বুঝেছে মেঘকে। সঙ্গে ভুল বুঝেছে গোটা গাঙ্গুলী পরিবার।
Icche Putul
ধারাবাহিক সাম্প্রতিক টেলিকাস্ট খাওয়া পর্বে দেখা গিয়েছে বিয়ের আসরে মদ খেয়ে উপস্থিত হয় রূপ। তার বাবা এই কথা বুঝতে পেরে তাকে আলাদা ডেকে সাবধান করে দিলে রূপের মা এসে তার গায়ে পারফিউম দিয়ে দেয়। এরপরই দেখা যায়, লাল নিতে এসছে রূপকে। কিন্তু সে দাড়াতে গিয়ে পড়ে যায় এমনকি লাল রূপের মুখ দিয়ে মদের গন্ধও পেয়েছে। এরপরই মণ্ডপে উপস্থিত হয় গিনি ও রূপ উভয়েই। বিয়ের সব রীতিও পালন করা হয়। শুধু সিঁদুরদান বাকি।
Icche Putul New Episode
এইসবের মাঝে প্রকাশ্যে এসছে ধারাবাহিককে নয়া পর্ব যেখানে দেখা যাবে, নীলের এক আত্মীয় তাকেও মিথ্যে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তুললে সকলের সামনে মেখে ছোট করে নীল। এরপরই মেঘকে কিছু জরুরী কথা বলতে গাঙ্গুলী বাড়িতে উপস্থিত হয় জিষ্ণু এবং তাকে মেঘের সঙ্গে কথা বলতে দেখেই বেজায় চটে যায় নীল। রাগের বশবর্তী হয়ে সে আবারো জানায় সে ময়ূরীকে বিয়ে করবে। এরপরই জিষ্ণুকে গলাধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয় নীল।
এটাই প্রাপ্য, বৌভাতের দিনই ভরা আসরে ময়ূরীকে চড় মারলো গিনি! প্রকাশ্যে জমজমাট পর্ব
তবে এমন কোনো পর্ব চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনো প্রকাশ্যে আনা হয়নি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। ধারাবাহিকের আগামী পর্বগুলিতে সত্যিই এমন কোনো ঘটনা ঘটবে কিনা বা নীল ময়ূরীকে শেষমেষ বিয়ে করবে কিনা তা জানতে উৎসুক সকল দর্শক।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি