Icche Putul: নীলের কাছে সব সত্যি শুনে গিনি নিজেই ময়ুরীকে থাপ্পড় মেরে গাঙ্গুলি বাড়ি থেকে তাড়িয়ে দিল!
বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা।

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন রূপের সঙ্গে চক্রান্ত করে মেঘকে অপবাদ দিয়ে গাঙ্গুলী বাড়ি থেকে বার করেছিল ময়ূরী। এমনকি মেঘের দিকে আঙ্গুল তুলেছিল তার স্বামী নীলও। অপমান সহ্য করতে না পেরে স্ব-ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসেছিল মেঘ। শত চেষ্টা করেও রূপের সঙ্গে গিনির বিয়ে আটকাতে পারেনি মেঘ। উপরন্তু জুটেছে সকলের থেকে লাঞ্ছনা ও অপমান।
Icche Putul Zee Bangla
তবে কিছুদিন আগে ধারাবাহিকের টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, ময়ূরী যে রূপের সঙ্গে চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে তা জানতে পারে মেঘ। লুকিয়ে সে রেকর্ডও করে তার দিদির সব কথা। এরপর ময়ূরী অসুস্থ হয়ে পড়লে তাকে রক্ত দিতে আপত্তি জানায় মেঘ এবং বলে নীলকে সত্যি কথা না বলা পর্যন্ত ময়ূরীকে সে রক্ত দেবে না। মেঘের এই কথায় নীলের কাছে সব সত্যি স্বীকার করতে বাধ্য হয় ময়ূরী। এরপর মেঘের কাছে নীল বারবার ক্ষমা চাইলেও তাকে চলে যেতে বলে মেঘ। এমনকি বাড়ির সকলের সামনে ময়ূরীর আসল রূপ খুলে দেয় নীল।
Icche Putul New Episode
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে নীল আসায় ময়ূরী সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে ওঠার পর ময়ূরীকে নিয়ে নিজের বাড়িতে যায় নীল আর সেখানেই চরম অপমানের শিকার হতে হয় ময়ূরীকে। গাঙ্গুলী বাড়ির সকলেই বলতে থাকে যে কেন নীল এই মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছে।
মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীর সাথে বিয়ের পিঁড়িতে নীল! প্রকাশ্যে ‘ইচ্ছে পুতুলে’র ধামাকাদার প্রোমো
এরপরই উপর থেকে নেমে আসে গিনি। সেও একইভাবে ময়ূরীকে বলে কেন সে রূপের ব্যাপারে সব কথা জানা সত্যি ওটাকে সত্যি কথা জানায়নি কিন্তু ময়ূরী বলে সে গিনির ভালো চেয়েছিল এবং গ্রুপের সাথে গিনি কখনোই সংসার করতে পারবে না। এর প্রতুত্তরে গিনি জানায়, তাই যদি হবে তবে ময়ূরী আগে কেন গিনিকে জানায়নি সেই কথা ? এর উত্তরে চুপ থাকে ময়ূরী। তবে কী এইবার গাঙ্গুলী পরিবারের সকলেই ময়ূরীর আসল উদ্দেশ্য বুঝতে পারবে? নিজেদের ভুল বুঝে মেঘকে কি ফিরিয়ে আনবে নীলের জীবনে! জানতে হলে দেখতে হবে ইচ্ছে পুতুল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি