বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: কেঁদে কুল পাচ্ছে না গিনি! পার্টিতে গিনির সামনেই অন্য মেয়ের সাথে নোংরামি করলো রূপ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

ধারাবাহিকের প্রতি পর্বেই থাকছে নিত্য নতুন চমক। যার কারণে একটি এপিসোডও মিস করতে চাইছেন না কেউই।

Advertisements

Icche Putul: যত সময় এগোচ্ছে ততই দর্শকদের মনে নিজের জায়গা পাকাপোক্ত করছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’ ধারাবাহিকটি। ধারাবাহিকের প্রতি পর্বেই থাকছে নিত্য নতুন চমক। যার কারণে একটি এপিসোডও মিস করতে চাইছেন না কেউই। নিত্য দর্শকরা সকলেই জানতেন রূপের মতো লম্পট ছেলেকে বিয়ে করে গিনি কোনোদিনই সুখে থাকতে পারবে না। কিন্তু এরপরেও যখন পরিবারে বিরুদ্ধে গিয়ে ময়ূরীর কথা বিশ্বাস করে গিনি রূপকে বিয়ে করে তখন থেকেই সকল দর্শক চাইছিলেন খুব শীঘ্রই যেন রূপের আসল চেহারা গিনির সামনে আসে। আর ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলিতে তাই দেখা গিয়েছে।

Icche Putul Zee Bangla

Icche Putul

Advertisements

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে, বিয়ের পরই গিনি নির্মম অত্যাচারের শিকার হয়েছে রূপের দ্বারা। নিজের স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়নি রূপ। গিনি বুঝে গিয়েছে যে মেঘের বলা প্রতিটা কথা সত্যি। এদিকে শালিনী দেবীও গিনির পাশে না দাঁড়িয়ে সর্বদা তার ছেলের ভুলগুলোকে সমর্থন করে গিয়েছে। অন্যদিকে শেষ পর্বে দেখা গিয়েছে মেঘ ইউনিভার্সিটিতে টপ করেছে। মেঘের রেজাল্টে খুব খুশি হয়েছে নীল। সে নিজের ভুল বুঝতে পেরে মেঘকে তার নিজের জীবনে ফিরিয়েও আনতে চেয়েছে। যদিও নীলের কোনো কথাতেই সেইভাবে কর্ণপাত করেনি মেঘ।

Advertisements

এদিকে রূপ গিনিকে জানিয়ে দেয় শুধুমাত্র তার বাবার থেকে হাত খরচা পেতেই সে গিনিকে বিয়ে করেছে। তার প্রতি কোনো ভালোবাসাই রূপের নেই। সেই সময় শালিনী দেবী এসে গিনিকে জানায় আজ রাতে একটি পার্টি আছে যেখানে রূপের সঙ্গে গিনিকেও উপস্থিত থাকতে হবে। রুপ শালিনী দেবীকে জানিয়ে দেয় পার্টিতে কীভাবে চালচলন করতে হয় সেটা যেন গিনিকে সে বুঝিয়ে দেয়। শালিনী দেবী গিনিকে জানায় সে তাকে পার্টিতে যাওয়ার জন্য সুন্দর করে তৈরি করে দেবে। গিনি রূপের সঙ্গে যেতে আপত্তি জানালে সে বলে কথা না শুনলে রূপের সঙ্গে এইবার সেও খারাপ হয়ে যাবে। শালিনী দেবীর এই কথা শুনে ভয় পেয়ে যায় গিনি।

দুর্ধর্ষ এপিসোড! মেহেন্দির নোংরা চক্রান্তের শিকার হলো জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু 

Icche Putul New Episode

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব, যেখানে দেখা যাবে রূপের সঙ্গে পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে গিনি। রুপ তাকে ফুলের তোরা কিনে আনতে বললে গিনি রূপকে বলে তার কাছে ফুলের তোরা কেনার মত টাকা নেই। তখনই রূপ তাকে নোংরা ইঙ্গিত দিয়ে করে বলে সে অন্য কোনো ভাবেও ফুলের তোরা কিনে আনতে পারে। রূপের এই কথা শুনে রেগে যায় গিনি। এরপর ফুলের তোরা কিনে আসার সময়ই হঠাৎই গিনির সঙ্গে ধাক্কা লাগে মেঘের। মেঘকে দেখেই গিনি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে এলেও গিনির গায়ে আঁচড়ের দাগ স্পষ্ট দেখতে পায় মেঘ। মেঘ গিনিকে ডাকলেও সে দাড়ায় না।

Icche Putul

এরপরই পার্টিতে পৌঁছে গিনি দেখতে পায় রূপ তার গার্লফ্রেন্ডের সঙ্গে ভরা পার্টিতে নোংরামি করছে। রূপের এই নোংরামি ফোনে ভিডিও করে রাখে। এরপরই রূপের উপর রাগ করে পার্টি বন্ধ করে সেখান থেকে চলে যায় গিনি। সকলের সামনে এই ব্যবহারের জন্য কি অপেক্ষা করছে গিনির জন্য? কোন ঝড় আসতে চলেছে গিনির জীবনে! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল (Icche Putul)।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles