Icche Putul: কাছাকাছি নীল ও মেঘ! রূপের গুন্ডাদের দ্বারা নীল আহত হলে তাকে বাড়ি নিয়ে এসে ব্যান্ডেজ করে দিল মেঘ
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে 'ইচ্ছে পুতুল (Icche Putul)'। বর্তমানে একের পর ধামাকাদার পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে এই ধারাবাহিক।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় আছে ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। বর্তমানে একের পর ধামাকাদার পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে এই ধারাবাহিক। নিত্য দর্শকরা সকলেই জানেন ময়ূরী ও রূপের আসল চেহারা সামনে আসার পরই মেঘকে গাঙ্গুলী বাড়িতে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন সকলে। নীলও চাইছে মেঘকে ডিভোর্স না দিতে। কিন্তু মেঘ নিজের সিদ্ধান্তে অনড় রয়েছে।
Icche Putul Zee Bangla
ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, নীল কোর্টে উপস্থিত না হওয়ায় আটকে গিয়েছে মেঘ ও নীলের ডিভোর্স। এরপরই দেখা গিয়েছে নীলের পাড়ার দুর্গা পূজোর ফাংশনে মেঘকে গান গাওয়ার অনুরোধ জানায় সকলে। মেঘ সকলকে জানিয়ে দেয় উপযুক্ত পারিশ্রমিক না পেলে সে গান গাইবে না। এই কথা নীলকে জানানোর পর সে পাড়ার ছেলেদের জানায় মেঘ যা পারিশ্রমিক চেয়েছে তাই দেওয়া হবে। বাজেটের বাইরে যা টাকা লাগবে তা নীল দেবে। এর মধ্যে দেখা যায় গিনি ও রূপের কেস কোর্টে উঠলে সকলকে চমকে দিয়ে রূপের বিরুদ্ধে সাক্ষী দিতে যায় মেঘ। গিনির উকিলকে সে বলে রূপ যেন কোনোভাবেই জেল থেকে ছাড়া না পায় তার ব্যবস্থা করতে।
গল্পে নতুন টুইস্ট! জেল থেকে ছাড়া পেয়ে সকলের সামনে মেঘকে কিডন্যাপ করল রূপ
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন আগামী পর্ব যেখানে দেখা যাবে অষ্টমীর দিন মেঘ নীলদের পাড়ার অনুষ্ঠানে গান গাইতে আসে। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় তার উপর চড়াও হয় রূপের গুন্ডারা। মেঘকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় নীল। সকলে চলে আসায় পালিয়ে যায় গুন্ডারা। গুন্ডারা চলে গেলে তাকে নিজের বাড়িতে নিয়ে এসে মাথায় ব্যান্ডেজ করে দেয় মেঘ। মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীল।
অন্যদিকে ময়ূরী নীলের সঙ্গে বেরোবে বলে তার জন্য অপেক্ষা করতে করতে নীলের ইউনিভার্সিটি পৌঁছে যায়। সেখানে মেঘের বন্ধু রেশমি তাকে জানায় নীল এখন মিটিংয়ে ব্যস্ত যা শুনে অপেক্ষা করতে থাকে ময়ূরী। অন্যদিকে মেঘ নীলের জন্য গরম দুধ নিয়ে আসে। তবে কী এইবার সবটা ভুলে নীল ও মেঘ দুজন দুজনকে আপন করে নেবে! যদি এমনটাই হয় তবে কেমন লাগবে দর্শকদের!
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি